কবিতা ।। পঁচাত্তরে পা, তবুও... ।। লক্ষণ চন্দ্র নস্কর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 18, 2021

কবিতা ।। পঁচাত্তরে পা, তবুও... ।। লক্ষণ চন্দ্র নস্কর

 

 
স্বপ্নের হাত ধরে হে স্বাধীনতা
তুমি এসেছিলে নীরবে
ব্যর্থতা, গ্লানি আর সংকীর্ণ স্বার্থের গন্ডিতে
বাঁধা হলো তোমার পথ
তাই অজান্তে তুমি ঘুমিয়ে গেলে কফিন বাক্সে ।

তোমার জন্যে যারা পথে পথে ঘর বেঁধেছিল
তারা আজ বিপন্ন
তবুও ফিকে স্বাধীনতার বোল
ঘুরে ফিরে আসে দুয়ারে দুয়ারে
সাহস হয়নি বলতে তোমার দুর্দশার কথা ।

শক্ত হাতের বাঁধন কখন যেন
আলগা হতে হতে মিশেছে বন্দিদশায়
হাজারো স্লোগানে পাল্টে গেছে 
তোমার প্রকৃত স্বরূপ
আমাদের ভালো-মন্দ এখন রঙীন সানগ্লাসে ।

একমুঠো সাদা ভাত
মাথার উপর সামান্য আশ্রয়
আর লজ্জা নিবারনের মোটা বস্ত্র জোগাতে
ফুটফুটে হাসি মুখগুলো হারিয়ে গেছে
ধোঁয়াশার উলঙ্গ রাজনীতিতে ।

বর্ণপরিচয়ের জ্ঞান -- দারিদ্রতা আর অবহেলার
কঠিন জালে জর্জরিত
জীবনদায়ী ঔষধে বিষ
খাদ্যে মিশেছে ভেজাল
আর কেলেঙ্কারিতে ভরে গেছে দেশ

ঋণের দায়ে ঝরে গেছে লক্ষ লক্ষ প্রাণ
হয়তো তুমি কোনোদিন মুখ তুলে দেখবেনা
তবুও কঠিন পাথরে বুক বেঁধে
ওরা পথ চলবে আবহমান কাল ধরে ।




No comments:

Post a Comment