কবিতা ।। ভারত আমার ।। নিবেদিতা বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 18, 2021

কবিতা ।। ভারত আমার ।। নিবেদিতা বিশ্বাস

 

 

ভারত আমার সুজলা-সুফলা
ভারত আমার মাতা-
রক্তে রাঙানো বীর বিপ্লবীদের
অর্জিত স্বাধীনতা।।

ভারত আমার নতুন ভোর
ভারত আমার দৃপ্ত মনন-
সর্বধর্ম বন্ধনডোরে
মহামানবের মহামিলন।।

ভারত আমার শক্তি-সাহস
ভারত আমার প্রাণ-
স্বাধীনতা দিবসে উদার কণ্ঠে
গাহি ভারতের জয়গান।।
 
------------------ 

No comments:

Post a Comment