আগস্টের কবিতা ।। বিচিত্র কুমার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 18, 2021

আগস্টের কবিতা ।। বিচিত্র কুমার

 



আগস্টেরই পনেরো তারিখ
জাতির শোকের দিন,
স্বাধীনতার মহানায়ক সেদিন
রক্তে হয়েছিল রঙিন।

ঐদিন উষার আলোয় নেমেছিল
বঙ্গে গাঢ় অন্ধকার,
সজীব প্রাণগুলো নিয়েছিল
সামরিক রাজাকার। 

তোমরা বঙ্গবন্ধুর নাম শুনেছো,
যিনি বাঙালি জাতির পিতা ছিলেন?
আমাদের স্বাধীনতা এনে দিয়ে
অবশেষে নিজের প্রাণটাও দিলেন।

হাজার যুগের শ্রেষ্ঠ বাঙালি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
বাঙ্গালি জাতি ভুলবেনা কখনো
তোমার এই বীরত্বের অবদান। 

=====০০০=====
 
বিচিত্র কুমার
দুপচাঁচিয়া,বগুড়া,বাংলাদেশ।


No comments:

Post a Comment