কবিতা ।। স্বাধীনতা মানে ।। দেবশ্রী সরকার বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 18, 2021

কবিতা ।। স্বাধীনতা মানে ।। দেবশ্রী সরকার বিশ্বাস

 

স্বাধীনতা মানে শুধুই
এলোমেলো হওয়ায় তিরঙ্গার ওড়াউড়ি নয়!
বন্দেমাতরম ধ্বনি তুলে
কথার ফুলঝুরিতে,
কান ফাটানো কারতালির গুঞ্জন তোলা নয়!

খাঁচায় বন্দি পাখিটার
আকাশে ডানা মেলার-
মুক্তির স্বাদই স্বাধীনতা,
এক দল কিশোরের
জলকেলির উন্মাদনা,
পাথচলতি গাঁয়ের বধূর ঘমটার ফাঁকে-
এক পলক স্বাধীনতা!

রক্তের দাগ নেই যে মাটিতে
তার গন্ধই স্বাধীনতা!
মুক্ত বাতাসে বুক ভরা শ্বাস
সব রং মিশে এক যেখানে,
স্বচ্ছ-সাদার ভুবন সেখানে
সেই পথে নির্ভয়ে চলা!
বালক বেশে আঙ্গুল তুলে বলা -
'রাজা তোর কাপড় কোথায়?'
প্রশ্নটাই স্বাধীনতা!

গালির মোড়ে বসা ভিখারিটার
গরম ভাতের স্বপ্নের-
বাস্তব রূপই স্বাধীনতা!
আশিক্ষার আঙিনায়,
'সহজ পাঠ' ই স্বাধীনতা!
স্বাধীনতা শুধু একটা শব্দ নয়,
 স্বাধীন মনের দরজা খোলাই স্বাধীনতা!

স্বাধীনতা হল নতুন দিনের স্বপ্নবীজ বপন,
মেঘমুক্ত আকাশে -
বন্দেমাতরম ধ্বনি আর
তিরঙ্গা পতাকার তলে,
মাথা উঁচু করে দাঁড়াতে চাই-
তুমি -আমি -সকলে,
স্বাধীনতার সেই-
সূর্যরাঙা সকালে।

====০০====



No comments:

Post a Comment