Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

মুক্তগদ্য ।। বেঁচে থাকার স্বাধীনতা ।। অঞ্জনা দেব রায়

 


 স্বধীনতা মানে স্ব অধীনতা , অর্থাৎ নিজের অধীনে চলা। স্বাধীনতা বলতে আমি বুঝি নিজের বিবেক আর ইচ্ছার বহিঃপ্রকাশ । আমার কিছু বলতে ইচ্ছে করছে , বলে দিলাম। লিখতে ইচ্ছে করছে , লিখে ফেললাম । কিছু করতে ইচ্ছে হয়েছে তো করলাম । বিবেকের কথা বললাম কারণ সব ইচ্ছাই  কিন্তু শোভন বা দেশ ও দশের পক্ষে উপকারী নাও হতে পারে , তাই স্বাধীনতা মানে অবাধ লাগামহীন আচরণ না , বরং মার্জিত ও রুচিশীল ব্যবহার । 
    বাস্তব অর্থে আমরা স্বাধীনতা অর্জন করেছি ৭৪ বছর হল । কিন্তু আসলেও কি স্বধীন হতে পেরেছি  ?  দেশের মানুষই যদি নির্ভয়ে চলতে না পারে , তবে কিসের স্বাধীনতা ? অর্জিত স্বাধীনতা খুব মূল্যবান জিনিস । তাই  স্বাধীনতা আমার কাছে আকাশে উড়তে থাকা পাখির মতো । উড়তে দেখলে ভালো লাগে , খাচায় বন্দি রাখলে ঠিক মানায় না । এই অস্থির সময়ে মনে হচ্ছে সেই পাখিটাকে আটকে ফেলার একটা চেষ্টা করা হচ্ছে । যুক্তির মাধ্যমে মুক্তির সুড়ঙ্গের শেষ কিনারায় পৌঁছতে চাওয়া মানুষগুলোকে চুপ করানোর  একটা প্রথা  সবার চোখের সামনেই গড়ে উঠেছে । সবচেয়ে দুঃখের কথা হলো একটা বিরাট সংখ্যক মানুষ  না জেনে , না বুঝেই অন্যদে কথা বলার অধিকারটুকু কেড়ে নিতে  চাচ্ছে । স্বাধীনতা শব্দটির ব্যাপ্তি অনেক ।  আমার কাছে স্বাধীনতা মানে নারী পুরুষ নির্বিশেষে তাদের যোগ্যতা অনুযায়ী উপযুক্ত কাজ করতে পারা । চোখের সামনে একজন অসহায় মানুষ দেখলে তার দিকে সাহায্যের হাত কারও অনুমতি ছাড়াই বাড়িয়ে দিতে পারার মধ্যেও আমি স্বাধীনতা খুঁজে পাই । আমার স্বাধীনতার অভিধান জাত- পাতের ভেদাভেদ থেকে মুক্ত । স্বাধীনতা মানে আমি বুঝি সর্বস্তরে শিক্ষার ব্যাপ্তি । আমার স্বাধীনতা শিশু শ্রমিক চায় না । কাদা মাটি মেখে যে শিশুটি মাঠে খেলছে তার মুখের হাসিতে আমি স্বাধীনতাকে দেখতে পাই । 
     তাই  আমি এমন এক ভারতবর্ষের স্বপ্ন দেখি যেখানে প্রথম স্বাধীনতা থাকবে চিন্তার স্বাধীনতা । স্বপ্নের সেই ভারতবর্ষে যে কেউ যা কিছু ইচ্ছা চিন্তা করতে পারবে , সেটা বলতে পারবে  এবং সেই কথাগুলো বলার কারণে কেউ তাকে আঘাত করবে না ।  যদিও সবসময় ভালো কিছুই হবে এই শর্ত না থাকলেও সেখানে সবসময় ভালো কিছু সৃষ্টি  হওয়ার সম্ভাবনাটা বেঁচে থাকবে । তরুণেরাই  দেশের শক্তি । সেই তরুণদের নিজের মত প্রকাশের সুযোগ করে দিতে হবে । শুধু একটা কথা মনে রাখতে হবে স্বাধীনতা যেমন জরুরি, তেমন জরুরি স্বাধীনতার মান রক্ষা করা । তাই সকল দেশবাসীর প্রতিজ্ঞা করা উচিত যে, আমাদের স্বাধীনতা যেন অন্যের উপকার ছাড়া ক্ষতির কারণ না হয় । 
    তবে  আমার মতে এই স্বাধীনতা দিবসে সকলে মুক্তি পাক কঠিন রোগের পরাধীনতা থেকে , আবার  সবার জীবনে ফিরে আসুক স্বাভাবিক ভাবে বেঁচে থাকার স্বাধীনতা । আর 'স্বাধীনতা নামের পাখিটি নিঃশঙ্ক চিত্তে ডানা মেলুক সম্ভাবনার আকাশে' ।
 
 =======০০০=======
 

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল