কবিতা ।। আত্মশুদ্ধির বয়ান ।। শান্তনু গুড়িয়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 18, 2021

কবিতা ।। আত্মশুদ্ধির বয়ান ।। শান্তনু গুড়িয়া

 


 
দেশ আমায় কী দিয়েছে আর আমি দিয়েছি কী,
দেশের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে তুলেছি কি?
দেশ আমায় বানিয়েছে ডাক্তার, শিক্ষক অথবা ইঞ্জিনিয়ার|
দুঃখের কথা ও কাহিনি  বলবো কী আর!

মানবিক মুখ হারিয়েছে ডাক্তার, ব্রেন ড্রেন হচ্ছে ইঞ্জিনিয়ার
ব্যবসায়ী হয়েছে আজ মানুষ গড়ার কারিগর...
দেশসেবার নামে জার্সি বদল, ঘুষের বিনিময়ে কার্যোদ্ধার ---
নৈতিক চরিত্র বিসর্জনে জাতির ভবিষ্যৎ অন্ধকার|

অর্থনীতি পড়ছে ভেঙে --- তালিয়া,
সমাজটা উচ্ছন্নে যাচ্ছে --- তালিয়া,
দেশটা বিক্রি হয়ে যাচ্ছে, তাতেও তালিয়া
আমরা আরো জোরে তালি দিতে থাকি
আমরা এসেছিই  তালি দিতে!

No comments:

Post a Comment