কবিতা ।। স্বদেশ আর ওরা ।। প্রতীক মিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 18, 2021

কবিতা ।। স্বদেশ আর ওরা ।। প্রতীক মিত্র

 



দেশ বললে তথ্য আর মানচিত্রে হাজির ভুগোলের পাঠ
স্বদেশ বললে হৃদস্পন্দনে সে বেজে ওঠে অনর্গল;
আবেগের ভিত সেখানে গভীরে হারায় ক্রমে
আত্মিকতার টানে অকারণেই চোখ ছলছল।
পতাকা তুলেই যেসব নেতাদের শেষ ঠাঁটবাট
তাদের প্রতি ক্ষোভ বদহজমের মত ওঠে জমে।
তারপর মন বলে, ওরা তো নুড়ি-কাঁকড় মাত্র
নদী আছে নদীর মত,মর্জিতে চলাই তার সম্বল...
একটু রোষে উঠলে ফুঁষে ওরা পড়বে ছিটকে যত্রতত্র।
ওরা শুধু জানে ভোট বেচে থাকে প্রতিশ্রুতির নামে,
স্বদেশ ওদের কাছে একটু ফাঁকি,আধটু প্রতীকি,বাকিটা কোলাহল।
যদি আমায় দেশ বলো, তথ্য আর মানচিত্র 
নিয়ে হাজির ভুগোলের পাঠ;
স্বদেশ বললে হৃদস্পন্দনে সে বেজে ওঠে অনর্গল।
 
 =====০০০======

প্রতীক মিত্র
কোন্নগর-712235,পশ্চিমবঙ্গ





No comments:

Post a Comment