কবিতা ।। স্বাদহীন-স্বাধীনতা ।। শুভাশিস দাশ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 18, 2021

কবিতা ।। স্বাদহীন-স্বাধীনতা ।। শুভাশিস দাশ

 
 
 
হয়নি আজো দেশের সবার
অন্ন বাসস্থান।
শিক্ষা স্বাস্থ্য টলমলে আজ
ওষ্ঠাগত প্রাণ ।
দেখতে দেখতে বয়স হলো
দেশের স্বাধীনতার।
কেউ দিলোনা যাপন নিয়ে
ভাষণ নিশ্চয়তার।
স্বাদহীন এই স্বাধীনতায়
লালকেল্লা  সাজবে।
মনের ভিতর সত্যিকারের
খুশির সে বীণ বাজবে ?
 
-----------------


শুভাশিস দাশ
দিনহাটা






No comments:

Post a Comment