Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

অন্যরকম একটা ভাবনা ।। সমীর হালদার


 

 

অন্যরকম একটা ভাবনা ক্রমশ মনের মধ্যে ডানা মেলতে চাইছে

ভীষণভাবে অন্যরকম অন্যরকম

অন্যরকম আবহ ....অন্যরকম একটা আচ্ছন্নতা

বহুদিনের জমানো আবেগ, অনুভূতিগুলি ক্রমশ পিছু হটতে হটতে

ফিকে হয়ে আসছে,

একটু একটু করে

একটু একটু করে ফিকে হয়ে আসছে

অহংকারদীপ্ত সোনালী ঐতিহ্যের সুস্পষ্ট প্রতিচ্ছবিগুলি

কারণটা ঠিক স্পষ্ট নয় 

যেমন স্পষ্ট নয়, কেন এই অসহায়তার দিবারাত্রি!

কেন এই বিভেদের আলোছায়া!

বিভেদের আলোছায়া আজ প্রতি মুহূর্তে আমাদের অস্তিত্বকে বিদ্রুপ করে!

আকাশে বাতাসে ভেসে আসে

অসহায় নিপীড়িত মানুষের হাহাকার,

বুভুক্ষ মানুষের চিৎকার 

আজ অন্ধকার ক্রমশ গাঢ় হয়ে উঠছে ঘনিয়ে আসা মেঘে

বেমালুম লুট হয়ে যাচ্ছে অসংখ্য জীবন  জীবিকা 

সংস্কৃতি চর্চার মুক্তাঙ্গন কলঙ্কিত আজ 

অন্ধকারের বুক চিরে একটা চাপা কান্না বেরিয়ে আসতে চাইছে 

স্মৃতিগুলো ক্রমশ ধূসর হতে হতে তলিয়ে যাচ্ছে

বিস্মৃতির কোনো এক অতল সমুদ্রে 

কাঁটাতারের রুক্ষ ঘেরাটোপে ক্রমাগত সীমারেখা আঁকার ব্যাধিতে আক্রান্ত

লাল-কমলা-সবুজে বিভক্ত আমার মাতৃভূমি,

আমার প্রিয় ভারতবর্ষ!

চরম অবিশ্বাস  সন্দেহের এক নতুন যুগে পা ফেলেছি আজ 

তাই আজ উৎসবের অবহেও চাপা থাকে উৎকণ্ঠা!

উৎসাহের স্রোতেও আজ উদ্বেগের বুদবুদ!

অলিতে-গলিতে কান পাতলে শোনা যায়

বহুযুগের ওপার থেকে ভেসে আসা 

অতিপরিচিত প্রতিবাদী কন্ঠস্বর---

"তোমাদের যত অহংকার একদিন ব্যাঙাচির লেজের মত খসে পড়বে,

সময়ের গর্ভে বিলীন হয়ে যাবে তোমাদের সমস্ত দম্ভ আর ঔদ্ধত্য"

 

 

আজ কঠিন কঠোর নিয়মে আবদ্ধ হয়েছে জীবন। 

মনের মধ্যে জমতে থাকা ধুলোর পরত সরিয়ে

মাঝেমধ্যে পথ আটকায় সাহসী কৈশোর

সুরক্ষিত শৈশবের আর্জি নিয়ে,

পাল্টে দেওয়ার ইচ্ছা নিয়ে।

সম্প্রীতির সুস্পষ্ট আবহে আবার হয়তো

কোন একদিন জন্ম নেবে নতুন এক ভারতবর্ষ। 

হয়তো কিছুটা সত্যি কিংবা সবটুকুই কাল্পনিক। 

সময় কাটে আজ অসহ্য অপেক্ষায়।

মাঝে মাঝে মনে হয় সব কিছুই সুদূর নীহারিকা মাত্র। 

এলোমেলো চিন্তা গুলো ক্রমশ ভিড় করে চেতনার সবুজ দ্বীপে;

কবে শেষ হবে এই অসহায়তার দিবারাত্রি!

কবে দূর হবে এই বিভেদের আলোছায়া!

কবে শেষ হবে এই আঁধার মোছার যুদ্ধ!

এই কৃষ্ণগহবর থেকে মুক্তির পথ বা কোথায়!

অন্যরকম ভাবনা গুলো ক্রমশ

মনের মধ্যে ডানা মেলতে চাইছে।

ভীষণভাবে অন্যরকম।

 

-----------------

 


সমীর হালদার

সম্পাদক: ...এবং অনুরাগ (অণুগল্প বিষয়ক ষান্মাসিক) 

ফতেপুর, ফলতা, দক্ষিণ ২৪ পরগনা

 

 

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল