চুয়াত্তর বছর চলে গেল কান্না থামল না
চুয়াত্তর বছর চলে গেল দুঃস্বপ্নের স্তূপ ভাঙল না
চারিদিকে শিশুদের সাদা ফ্যাকাসে মুখ ...
চারিদিকে যুবকের কালো কর্মহীন মুখ ...
চারিদিকে মৃত্যু মহামারী ...
চারিদিকে উদ্ধত দুরাচারী ...
মানুষের দাম নেই নির্বাচন ছাড়া
মানুষের দাম নেই আদমশুমারি ছাড়া
চুয়াত্তর বছর চলে গেল দেশ মাথা তুলে দাঁড়াতে পারল না
চুয়াত্তর বছর চলে গেল দেশ দীনতা ভুলে দাঁড়াতে পারল না
--------------
অনন্য বন্দ্যোপাধ্যায়
লাভপুর , বীরভূম , পশ্চিমবঙ্গ ।
যোগাযোগ -- 7908600710
No comments:
Post a Comment