কবিতা ।। জাগো স্বদেশ ।। ভগবতীচরণ দত্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 18, 2021

কবিতা ।। জাগো স্বদেশ ।। ভগবতীচরণ দত্ত


ভারত আমার মাতৃভূমি ভালোবাসি দেশের মাটি,
এই প্রকৃতি , কে সাজালো এমনতর পরিপাটি!
পাহাড় সাগর শ্যামল ক্ষেত্র বনভূমি চিতোরগড়,
মরুর দেশে , সাগর জলে , পাহাড় গুহায় রবির কর।
যুগে যুগে কত জাতি ভারত ভূমে করে শাসন,
বীর সন্তান ভকত , সুভাষ , গান্ধী , তিলক লহো আসন।

যাদের প্রাণে স্বাধীনতা ফাঁসির দড়ি গলায় পরে,
সেই ক্ষুদিরাম দামাল ছেলে,নেই কেন আজ সবার ঘরে?
কত তরুণ হারায় জীবন পথে-ঘাটে মিথ্যাচারে,
স্বাধীন ভারত , পেটের জ্বালা, পচে মরে কারাগারে।
পায় না বিচার কৃষক সমাজ , প্রতিবাদে অনশনে,
ঘরে ঘরে মা-বোনেরা লজ্জা বুকে শঙ্কা গোনে।

আমার ভারত মহাকাশে দিচ্ছে পারি গ্রহান্তরে,
আমরা স্বাধীন বেকার শ্রমিক ,বন্ধ দুয়ার শিল্প ঘরে।
ব্রিটিশ গেল, চলছে শোষণ বস্তি ঘরে ফুটপাতে,
মানুষ কাঁদে দুর্যোগেতে বন্যা খরায় খালি হাতে।
শিক্ষা এখন বাজারজাত লক্ষ টাকায় করছে ফেরি,
চাকরি এখন অর্থবানের গুণীর বিচার বহু দেরি।

গণতন্ত্র ডুকরে কাঁদে ছাপ্পা ভোটে মন্ত্রী সাজে,
বিজ্ঞজনে কুলুপ মুখে অজ্ঞ জনে খুশি কাজে।
আমার ভারত স্বাধীন এখন ধর্ম লয়ে হানাহানি,
ভোটের তরে বাড়ে দরদ, শহীদ লয়ে টানাটানি।
স্বাধীন দেশের নারী পুরুষ গর্জে ওঠো আঁধার রাতে।
কাজের দুয়ার খুলতে হবে ভাতের জোগাড় সবার পাতে।

ভারত মায়ের ধরবে ধ্বজা ,শান্তি ধর্ম সাহস ত্যাগে,
স্বাধীনতার পুণ্য দিনে ধর্ম বলে,  মানুষ আগে।
 
                     --------------------
 
                                ভগবতীচরণ দত্ত   
                            পাত্রসায়ের (দত্তপাড়া , রাখালকুঠির)
                               বাঁকুড়া- ৭২২২০৬
                                পশ্চিমবঙ্গ
                             

No comments:

Post a Comment