Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

অন্যরকম একটা ভাবনা ।। সমীর হালদার


 

 

অন্যরকম একটা ভাবনা ক্রমশ মনের মধ্যে ডানা মেলতে চাইছে

ভীষণভাবে অন্যরকম অন্যরকম

অন্যরকম আবহ ....অন্যরকম একটা আচ্ছন্নতা

বহুদিনের জমানো আবেগ, অনুভূতিগুলি ক্রমশ পিছু হটতে হটতে

ফিকে হয়ে আসছে,

একটু একটু করে

একটু একটু করে ফিকে হয়ে আসছে

অহংকারদীপ্ত সোনালী ঐতিহ্যের সুস্পষ্ট প্রতিচ্ছবিগুলি

কারণটা ঠিক স্পষ্ট নয় 

যেমন স্পষ্ট নয়, কেন এই অসহায়তার দিবারাত্রি!

কেন এই বিভেদের আলোছায়া!

বিভেদের আলোছায়া আজ প্রতি মুহূর্তে আমাদের অস্তিত্বকে বিদ্রুপ করে!

আকাশে বাতাসে ভেসে আসে

অসহায় নিপীড়িত মানুষের হাহাকার,

বুভুক্ষ মানুষের চিৎকার 

আজ অন্ধকার ক্রমশ গাঢ় হয়ে উঠছে ঘনিয়ে আসা মেঘে

বেমালুম লুট হয়ে যাচ্ছে অসংখ্য জীবন  জীবিকা 

সংস্কৃতি চর্চার মুক্তাঙ্গন কলঙ্কিত আজ 

অন্ধকারের বুক চিরে একটা চাপা কান্না বেরিয়ে আসতে চাইছে 

স্মৃতিগুলো ক্রমশ ধূসর হতে হতে তলিয়ে যাচ্ছে

বিস্মৃতির কোনো এক অতল সমুদ্রে 

কাঁটাতারের রুক্ষ ঘেরাটোপে ক্রমাগত সীমারেখা আঁকার ব্যাধিতে আক্রান্ত

লাল-কমলা-সবুজে বিভক্ত আমার মাতৃভূমি,

আমার প্রিয় ভারতবর্ষ!

চরম অবিশ্বাস  সন্দেহের এক নতুন যুগে পা ফেলেছি আজ 

তাই আজ উৎসবের অবহেও চাপা থাকে উৎকণ্ঠা!

উৎসাহের স্রোতেও আজ উদ্বেগের বুদবুদ!

অলিতে-গলিতে কান পাতলে শোনা যায়

বহুযুগের ওপার থেকে ভেসে আসা 

অতিপরিচিত প্রতিবাদী কন্ঠস্বর---

"তোমাদের যত অহংকার একদিন ব্যাঙাচির লেজের মত খসে পড়বে,

সময়ের গর্ভে বিলীন হয়ে যাবে তোমাদের সমস্ত দম্ভ আর ঔদ্ধত্য"

 

 

আজ কঠিন কঠোর নিয়মে আবদ্ধ হয়েছে জীবন। 

মনের মধ্যে জমতে থাকা ধুলোর পরত সরিয়ে

মাঝেমধ্যে পথ আটকায় সাহসী কৈশোর

সুরক্ষিত শৈশবের আর্জি নিয়ে,

পাল্টে দেওয়ার ইচ্ছা নিয়ে।

সম্প্রীতির সুস্পষ্ট আবহে আবার হয়তো

কোন একদিন জন্ম নেবে নতুন এক ভারতবর্ষ। 

হয়তো কিছুটা সত্যি কিংবা সবটুকুই কাল্পনিক। 

সময় কাটে আজ অসহ্য অপেক্ষায়।

মাঝে মাঝে মনে হয় সব কিছুই সুদূর নীহারিকা মাত্র। 

এলোমেলো চিন্তা গুলো ক্রমশ ভিড় করে চেতনার সবুজ দ্বীপে;

কবে শেষ হবে এই অসহায়তার দিবারাত্রি!

কবে দূর হবে এই বিভেদের আলোছায়া!

কবে শেষ হবে এই আঁধার মোছার যুদ্ধ!

এই কৃষ্ণগহবর থেকে মুক্তির পথ বা কোথায়!

অন্যরকম ভাবনা গুলো ক্রমশ

মনের মধ্যে ডানা মেলতে চাইছে।

ভীষণভাবে অন্যরকম।

 

-----------------

 


সমীর হালদার

সম্পাদক: ...এবং অনুরাগ (অণুগল্প বিষয়ক ষান্মাসিক) 

ফতেপুর, ফলতা, দক্ষিণ ২৪ পরগনা

 

 

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক