Featured Post
দুটি কবিতা ।। আবদুস সালাম
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মাটির কাছাকাছি
তালের আটি চোষা দিনগুলো ভুলতে পারি না
পাড়ার নুরফার মা গুনে গুনে আঁটিগুলো ফেরত দিতো
ক্ষুধার বন্ধুত্ব চিরদিনের
জং ধরা ফুটো টিন দিয়ে বর্ষা নামে বাড়িতে
নিজ হাতে লাগানো আম গাছটার সাথে কথা কই
বাসি ভাত, কাঁচালঙ্কা ,মসুর ডাল সিদ্ধ এভাবেই চড়ুই আর ছাতারেপাখিরা ভাগ্ বসায়
আমানিটুকু গাইয়ের পাওনা
মাটির কাছাকাছি আসি
মায়ের সাথে দু'দন্ড কথা বলি, শূন্যস্থানে সেই দুটো অক্ষর আর নেই
দক্ষিণা মেঘ এসে ভিজিয়ে দেয় স্নেহের উঠোন
এভাবেই বৃদ্ধ হওয়ার ক্ষণগুলো উঁকি মারে বোধের দরজায়
কচুরিপানায় মজে যাওয়া পুকুরে চুনো মাছের জলকেলি
###
ধর্ষিত ধন্যবাদ
বিপ্লবের গান বাজে অবিশ্বাসের পাড়ায় মিথ্যার অপভ্রংশে পালিত হয় ধন্যবাদ চড়াই-উৎরাই ভেঙে ভেঙে বিশ্বাস হাঁটে
জলের তলায় লুকিয়ে আছে আর্সেনিক
নিষিদ্ধ প্রান্তরে খেলা করে অবুঝ বিশ্রাম মৃত্যুরা শিখে গ্যাছে যন্ত্রণার ভাষা
ফি বছর 15ই আগস্ট এলে ধর্ষিত স্বাধীনতার নবীকরণ হয়
###
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
অনেক অনেক শুভেচ্ছা।
উত্তরমুছুন