Featured Post
হবুচন্দ্র বনাম স্বধীনচন্দ্র ।। সান্ত্বনা চ্যাটার্জি
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
হবুচন্দ্র বনাম স্বাধীনচন্দ্র
সান্ত্বনা চ্যাটার্জি
যাচ্ছ কোথায় সকাল সকাল হাতে নিয়ে কাঠি!
কে রে তুই গন্ডমূর্খ
আজ স্বাধীনতা দিবস জানিস না কি,
আর কাঠি নয় রে এটা পতাকার লাঠি।
স্বাধীনতা দিবসে boss বলেছেন
হাতে নিয়ে তেরঙ্গা করতে উঠ বস।
তোদের হবুচন্দ্র রাজা?
তাঁর তো আবার গোবর ভরা মাথা।
মারব গাঁট্টা রাজার নামে খারাপ কথা বলিস
শুনতে পেলে লাঠি পিঠে ভাঙবে রে তোর
হবু চন্দ্রের পুলিশ।
কথা বলিস ফুলিশ রাজার আবার পুলিশ কোথায়
তাঁর তো আছে পেয়াদা। আজব কায়দা জানে না তারা
প্রভুর চেনে বাঁধা।
আরে গাধা, স্বাধীন হবার পরেও যদি
গলায় বাঁধা চেন, স্বাধীন দেশ, স্বাধীন রাজ্য
স্বাধীন রাজা কি করে থাকেন।
শুনেছিলাম কতো বিপ্লবীর নাম
করেছি প্রনাম দিয়েছি সম্মান।
এটা কেমন স্বাধীন দেশ
মরছে কত গরীব মানুষ খিদের জ্বালায়।
বড় বড় ইমারতে আকাশ ঢাকা,
মালিকরা কেড়ে নিয়ে প্রজার টাকা
যাচ্ছে বিদেশ।
দিন দরীদ্র পায় না খেতে
মাথার উপর ছাদ পায় না শুতে।
আপন বৌ বোনেদের সম্মান কেড়ে নেয় রোজ প্রকাশ্য রাস্তায়।
কেউ করে না সাহায্য, বাডায় না হাত
প্রাণের ভয়ে।
তারা অসহায় নিরুপায়।।
দেশের পতাকা মাথায় রাখি জন্মভূমি মা।
এ দেশ সে দেশ নয়।।
যে দেশে আইন কানুন মনুষত্ব টাকায় বিলায়
সেটা কেমন করে স্বাধীন দেশ হয়।।
=================
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন