আমি এক অতীত যা বর্তমান দেখে লজ্জিত ,
হ্যাঁ আমি বিপ্লবীদের একজন, চিন্তিত!
সুখ, শান্তি, মোহ,যৌবন বিসর্জনে স্বাধীনতা সংগ্রামী,
দেশ মাতৃকার শৃঙ্খল মুক্তিতে জীবনের আত্মাহুতি।
অনাহারে অনিদ্রায় জঙ্গলে পাহাড়ে কেটেছে কত দিনরাত,
নির্মম অত্যাচারে শরীর ক্ষতবিক্ষত চাবুকের বা গুলির আঘাত।
রক্ত কখনো শীতঘুমে যায়নি আগুনের ফুলিঙগ হয়ে শিরায়,
মুষ্টিমেয় শক্তি, ঝাঁপিয়ে পড়া সৈন্য দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় ।
লক্ষ বীর বিপ্লবীর রক্ত আত্ম বলিদানে অর্জিত স্বাধীনতা,
দেশের উন্নতি, প্রগতি, শান্তি সুখ জনগণের নিশ্চয়তা।
কিন্তু সবকিছু ধূলিসাৎ, কিছু স্বার্থপর লোভী রাজনৈতিক ক্ষমতায়,
নীতি ভুলে দুর্নীতি পরতে পরতে শিক্ষা স্বাস্থ্য প্রতিরক্ষা প্রায় সব জায়গায়।
আন্দোলনে প্রতিবাদের ভাষা, পা মেলায় রাস্তায়,
জনগণ নির্বোধ নয়, একথা কেন ওরা ভুলে যায়!
এই জন্যই কি আমরা এনেছি স্বাধীনতা আত্ম বলিদানে ?
স্বাধীনতার ৭৫ বছরেও দুর্নীতি, হিংসা, ধর্ষণ, উস্কানি দেয় ধর্মের নামে !
কালোটাকা বিদেশেই থাকে ফেরেনা হায় দেশে,
পুঁজিপতিরা হাজার কোটি টাকা লুটে ফেরার বিদেশে।
বেকার রা চাকরি খোঁজে, আন্দোলন গড়ে, কৃষক ঘাম ঝড়ায় মাঠে,
নিত্য পণ্যের মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ সহ্যের সীমা মুখ বুজে।
রক্তমাংসের শরীর ,গায়ে তো বোধহয় মানুষের চামড়া,
লজ্জা ঘৃণা ভয় এই শব্দের অর্থ অচেনা বহু জায়গায়।
বড় লজ্জা লাগে, যখন কেউ ভোটের নামে দেয় প্রতিশ্রুতি বা আশ্বাস,
বড় ইচ্ছে করে বলতে, শাসক তোর সাদা পোষাক ভরেছে দেখো নোঙরায়...
================
লেখক পরিচিতিঃ- উজ্জ্বল কুমার সামন্ত জন্ম পূর্ব বর্ধমান জেলায় ভাতাড় এ । বর্ধমান ইউনিভার্সিটির অধীনে বর্ধমান রাজ কলেজ এ বাণিজ্য শাখার স্নাতক ও সিকিম মনিপাল ইউনিভার্সিটি থেকে দূর শিক্ষার মাধ্যমে এমবিএ পাস করেন। ছোট থেকেই নাটকের মুখ্য ভূমিকায় অভিনয় ও লেখালেখি। সর্ব ভারতীয় সমাজ বন্ধু সম্মাননা ২০১৯-২০ (১৫০ বেশি বাল্য বিবাহ প্রতিরোধ এর জন্য)। আন্তর্জাতিক অণুচছবি চলচ্চিত্র সম্মান (ফিল্ম উপযোগী গল্পকার, ১৯-২০ ও ২০-২১ )। প্রতিলিপি সাহিত্যিক আওয়ার্ড ২০২১ সম্মাননা, ,সাহিত্যিক ফজলুল হক স্মৃতি সম্মাননা ২০২১, রবীন্দ্রনাথ রায় স্মৃতি পুরস্কার ২০২১, কলকাতা দিগন্ত লিটারেরি মিট বিশেষ গল্পকার পুরস্কার ২০২০, এপার ওপার বাংলা কবিতা উৎসব ২০২১ এ সম্মাননা লাভ করেন। জনপ্রিয় এফএম চ্যানেল 91.9 রেড এফএমএ ২ টি কবিতা পাঠ RJ রাজার কন্ঠে। বাংলা ,হিন্দি ও ইংরেজি ভাষায় লিখেছেন দেশ বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় লিটল ম্যাগাজিনে। সর্বভারতীয় খবর ডেইলি হান্টে ৬৫ টি , এছাড়াও অস্ট্রেলিয়া, জাপান ও নিউজার্সিতে ২০ টির বেশি লেখা প্রকাশিত হয়েছে। একক স্বরচিত কাব্যগ্রন্থ ৩টি, গল্প -১, উপন্যাসিকা ১ টি ও যৌথ কাব্যগ্রন্থ পাঁচটি। নারী ,শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের অধীনে কর্মরত।কর্মসূত্রে সমাজের কু-প্রথা বাল্যবিবাহ এখনো পর্যন্ত ১৫০ + বেশি তিনি রোধ করেছেন ও সেইসব নাবালিকাদের শিক্ষার আলোয় ফিরিয়ে নিয়ে এসেছেন এবং এই ধারা অব্যাহত রয়েছে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন