Featured Post
কবিতা ।। স্বাধীনতা পঁচাত্তর ।। কার্ত্তিক মণ্ডল
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
স্বাধীনতা পঁচাত্তর
কার্ত্তিক মণ্ডল
স্বাধীনতাকে আমরা ৭৫বছর পেরিয়ে এলুম পায়ে পায়ে
কত পাওয়া না পাওয়ার খেদ অন্তরে গাঁথা শহর বা গাঁয়ে
কত শহীদের রক্তের বিনিময়ে পাওয়া আমাদের স্বাধীনতা
এত দিন পরেও কি পেলাম?ঘুচল না সবার দুঃখ দীনতা।
ভোট দিলে হাত কাটা যায়,ফাঁসে ঝুলে মানুষের দেহ
রক্তে রাঙানো নেতাদের হাত,তবু সাধারণে সন্দেহ ।
এখনো মানুষ আঁধারে ঢাকা,যত দীন দরিদ্র হতভাগা
চলনে বলনে পোশাকে আশাকে গরীব চিহ্ন দাগা।
বছর এসেছে বছর গিয়েছে গাল ভরা শুনি কথা
গবিরগোব্বো রয়ে গেছে সেই বুকে নিয়ে চাপা ব্যথা।
কত যে রঙের সরকার গেল, কত চন্দন পোড়া ঘ্রাণ
পরাধীনতার শৃঙ্খলে আজও মানুষের কাঁদে প্রাণ।
স্বাধীনতা কি বোঝেনা অনেকে মাথায় নাই রে ছাদ
কত অভাগারে পথে ঘাটে বাসস্টপে কাটাতেই হয় রাত।
স্বাধীনতা শুধু ধনীদের ধন গরিবের ঝরা রক্ত
স্বাধীনতা আজ কতটা স্বাধীন বোঝা বড়ো তাই শক্ত
=============
কার্ত্তিক মণ্ডল
গ্রাম-পশ্চিমবাড়
পোস্ট-ধনেশ্বরপুর
থানা-পিংলা
জেলা-পশ্চিম মেদিনীপুর
পিন-৭২১১৬৬ <721166>
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন