Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

কবিতা ।। ভারত-অহংকার ।। আনন্দ বক্সী

ভারত-অহংকার 

আনন্দ বক্সী


শৈশবে ছিল সে যে খুব ডানপিটে 
তোলপাড় করতো সে পাড়া-ঘর-ভিটে।
পিতার শাসন ছিল বেশ শুনি কড়া 
তবুও সচল ছিল তাঁর নড়াচড়া।
'বিলে' নামে অস্থির ছিল প্রতিবেশী 
বিরক্ত হতো তাঁরা রোজ কমবেশি।
দুমদাম ভেঙে দিতো পেতো যেটা হাতে
শান্ত-স্নিগ্ধভাব ছিল না যে ধাতে। 
গাছে চড়া-ঘুড়ি ধরা ছিল জলভাত 
গুলি বা লাট্টু খেলে করে দিতো মাত।
বটের ঝুরিতে ঝুলে খেতো খালি দোল 
তল্লাটে ফেলে দিতো বেশ শোরগোল। 

জানতে চাইতো খালি খুব এটাওটা 
স্মরণে রাখতো সব পড়ে নিয়ে গোটা।
ধ্যান-যোগাসনে ছিল ভারি মনোযোগ 
নিয়মিত তার সাথে ছিল সংযোগ। 
শাস্ত্রীয় সঙ্গীতে বেশি ছিল টান 
গানের গলাটি তাঁর অতি অম্লান। 
কবিতার হাতটিও ছিল পরিনত 
লিখতেন তিনি সেটা করে মনোমত। 

পরমহংস-সাথে হয়ে সাক্ষাৎ 
জীবন বদলে গেল যে তৎক্ষণাৎ।
রামকৃষ্ণদেবকে মানলেন গুরু 
নতুন মোড়কে হলো পথ চলা শুরু।
আধ্যাত্মিকতায় মাতলেন বেশি 
গেরুয়া বসন পেয়ে হন সন্ন্যাসী।
জীবের সেবাই হলো ঈশ্বর সেবা 
গুরু ছাড়া এ কথাটা শেখাতেন কে বা?
গুরুর সে কথাতেই মন দিলো সায় 
মজলেন বেশি করে মানব সেবায়।

জাতপাত থেকে সদা থাকতেন দূরে 
আর্তের কষ্টটা খেত কুরে কুরে।
ভালোবাসা বিলোতেন তিনি অবিরত 
কোনো কাজে করেননি মস্তক নত। 
মনটা ছিল যে তাঁর আকাশ-সমান 
বহু কাজে দিয়েছেন সেটার প্রমাণ।
সাম্য আনাই ছিল লক্ষ্য জীবনে
প্রদীপ্ত দীপ তিনি আঁধার ভুবনে।
শিকাগো সভায় তিনি বাঁজিয়ে বিষাণ 
ওড়ালেন ভারতের বিজয়-নিশান। 
আলোর দিশারী তিনি চিত্তানন্দ 
ভারত-অহংকার বিবেকানন্দ। 

বীর সন্ন্যাসী তিনি তরবারি খোলা 
তাঁর বাণী আজকে কি মনে দেয় দোলা?
তাঁর মত,পথ থেকে গেছি মোরা সরে 
সাজাচ্ছি সব কিছু নিজ মতো করে।
ভুগছে ভারতবাসী তাঁরই অভাবে 
আনতে পারতেন যে বদল স্বভাবে।
আসুননা ফিরে ফের আমাদের মাঝে 
বিবেক জাগাতে এই মানব সমাজে।

============================


আনন্দ বক্সী, Vill-Beliadanga, P.o-Dakshin Barasat, P.s-Jaynagar, Dist-South 24 Parganas, Pin-743372. 




 

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল