কবিতা ।। মেরুদণ্ড ।। সুদীপ ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 17, 2023

কবিতা ।। মেরুদণ্ড ।। সুদীপ ঘোষ

মেরুদণ্ড

সুদীপ ঘোষ

মেরুদন্ড আসলে কি
      কেউ কি জানেন অর্থ তার?
চোর - ডাকতে ভরছে প্রদেশ
      জোট বেঁধেছে সমজদার।

বেকার ছেলের স্বপ্ন ভেঙে
      সম্মানে নেয় ফুলের তোড়া
কাজের নামে সদাই পেটুক
      কাজ ফাঁকিতে সবার সেরা।

সমাজপতি উন্নতি চায়
          কৃচছসাধন সবখানে
মেয়ে'রা আজ সেই তিমিরেই
           অসম্মানের মাঝখানে।

অফিসের ওই হেড সাহেবা
      সদাই তিনি থাকেন ঘোরে
আস্বাদন এর সুপ্ত আশায়
      নিজের কবর নিজেই খোঁড়ে!

ছন্দে ছন্দে অসভ্যতায়
      খেলতে যে চায় বালুচরে
বিপর্যয়ের চরম সীমায় 
      শহর ডোবে অন্ধকারে !

             """"""''''''''

সুদীপ ঘোষ, মহেশতলা
West jagtala
Kol-700141
South 24 parganas
West Bengal 

No comments:

Post a Comment