অণুগল্প ।। সাতাশ বছর পর ।। রথীন পার্থ মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 17, 2023

অণুগল্প ।। সাতাশ বছর পর ।। রথীন পার্থ মণ্ডল

 

সাতাশ বছর পর 

রথীন পার্থ মণ্ডল  


এই যে মি. অমল চক্রবর্তী শুনছ, হ্যাঁ আমি তোমাকেই বলছি। তোমার দাদা যে তোমার থেকে কয়েক কদম এগিয়ে গেল যে! তুমি এবার একটু গতরটা নাড়াও। সব কিছু তো তোমারই পাবার কথা ছিলো তাই না, মাঝখান থেকে তোমার দাদা এসে ক্ষীরটা খেয়ে দেয়ে নাচতে নাচতে চলে গেল। বিয়ে করার সময় মনে ছিলো না,  না? একটা কিছু করার মুরোদ নেই আবার মুখে বড় বড় কথা, যত্ত সব ! 

সাতাশ বছর পর... 

এই যে শুভ, আরে ও শুভজিৎ চক্রবর্তী শুনছেন, হ্যাঁ আমি আপনাকেই বলছি। আপনার কাকার ছেলে যে আপনার থেকে কয়েক কদম এগিয়ে আপনার মুখে ঝামা ঘষে দিয়ে চলে গেল, সে ব্যাপারে কিছু বলবেন না, না! জানি বলবেন না। কারণ বললেই তো আসল কথা টা বেরিয়ে যাবে না। বিয়ে করার সময় মুখে কত বড় বড় কথা বলেছিলেন, আমার এই আছে, আমার ওই আছে। আর আমিও তেমনি। আসলে নিজেকে গালাগাল করলে না ঐ জানোয়ারগুলোকে ছোটো করা হয়। আসলে গালাগালটা তোমাদের মতো মানুষরূপী শয়তানকে দেওয়া উচিৎ।

============

রথীন পার্থ মণ্ডল  
শশীভূষণ বোস রোড
রাধানগর পাড়া 
পূর্ব বর্ধমান
৭১৩১০১


No comments:

Post a Comment