কবিতা ।। প্রাণের রবি ।। নিবেদিতা সম্রাট বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 17, 2023

কবিতা ।। প্রাণের রবি ।। নিবেদিতা সম্রাট বিশ্বাস

 

  প্রাণের রবি

   নিবেদিতা সম্রাট বিশ্বাস


 'ছোট খোকা বলে অ আ' দিয়ে
 তোমার সাথে আমার পরিচয় শুরু।
 কখন মনের গভীর কোণে
 'সোনার তরী' বেয়ে-
 এলে তুমি আমার নেয়ে;
 বড় হওয়ার সাথে সাথেই বুঝলাম
 তুমি কখনও আমার হবেনা-
 তুমি চিরন্তন।
 তোমার প্রেমের পরশ আজও
 উজ্জ্বল 'আমার মল্লিকা বনে'।
 জানি আমি কাদম্বরী নই
 আমি নিবেদিতা।
 আমায় নিয়ে লিখবে না তুমি
 কোনো গান বা কবিতা।
 তবুও 'তোমার খোলা হাওয়ায়'
 পাগল আমি স্বপ্নে মেলি ডানা।
 মনের মাঝে তোমার সাথে-
 'কোথাও আমার হারিয়ে
 যাওয়ার নেই মানা'।
 তোমার প্রেমেই সঁপেছি জীবন;
 তুমিই আমার সাধের সাধন।
 তুমি আমার 'কেবলই ছবি';
 'আমার শ্রাবণ মেঘের 
 খেয়াতরীর মাঝি' তুমি-
 তুমি চিরপুরাতন-চিরনবীন
 তুমি আমার প্রাণের রবি।।
                       



No comments:

Post a Comment