ছড়া ।। শহরে ।। এ্যাড. মোঃ ফায়জল বাকী (পিটার) - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 17, 2023

ছড়া ।। শহরে ।। এ্যাড. মোঃ ফায়জল বাকী (পিটার)


শহরে

মোঃ ফায়জল বাকী (পিটার)


অষ্টপ্রহর প্রাণের লহর
তার যে বহর, হয় না ঠাহর৷
কি যে চাপ! বাপ রে বাপ!
চলতে-ফিরতে লাগায় হাঁফ।

হুটোপুটি লুটোপুটি     
প্রাণ নিয়ে ছুটোছুটি
দুড়ুম-দড়াম বাস-ট্রাম  
রাস্তা মাঝেই রাস্তাজাম৷

কোর্ট-কাছারি-জারিজুরি 
 গোলকধাঁধায় ঘোরাঘুরি৷
জটিল-কুটিল গোলকধাঁধা
 চলার পথেও আছে বাঁধা৷

রাস্তাজুড়ে আঁস্তাকুডে     
গন্ধে বাতাস বেড়ায় উড়ে৷
ছুটছে মানুষ তোড়ে-জোড়ে  
মোটরবাইক গাড়িই চড়ে৷

 ভদ্র-চাষা ছুটছে খাসা,
 বুকে নিয়ে আশার বাসা৷
নানান জনের নানান ভাষা
 রং বে-রঙের যুক্তিঠাসা৷
 
আকাশছোঁয়াই দালান-বাড়ি,
আকাশ-বাতাস নিচ্ছে কাড়ি৷
আইনকানুন বেড়াই তাড়ি
সবার সাথেই সবার আড়ি৷

উড়ছে মাছি ভনভন
শব্দে মাথা টনটন
কাকা ঘেউঘেউ           
সুখের মাঝেও আছে ফেউ!

মনের গহন দেখাই স্বপন,
স্বপন পারাই জীবনযাপন৷
ব্যস্তজীবন স্রোতেও ভাসা-
স্রোতের সনেই কাঁদা-হাসা৷

শহর-লহর ঘুরেফিরে,
মনটা ফাঁসে প্রশ্নফেরে-
প্রশ্নভারেও যাচ্ছি মরে,
মানুষ বাঁচে কেমন করে?

=======================
 
 

এ্যাড. মোঃ ফায়জল বাকী (পিটার)

বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ


No comments:

Post a Comment