কবিতা ।। দ্বিধা ।। সত্য মোদক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 17, 2023

কবিতা ।। দ্বিধা ।। সত্য মোদক

 

দ্বিধা 

সত্য মোদক   


জানতাম না এমন বাঁচার স্বাদ
দ্বিধা আর দ্বন্দ্বে কমেছে পথ
ছাড়তে চাই না ঐ শক্ত হাত
যে জানে না,যে বোঝে না --
সে তো ছেড়ে যাবেই ধরা হাত! 

ঐ আকাশ আজও  অধরা
পথ কমেছে ঘাম ঝরেছে 
অজানা পৃথিবীও দেয়নি ধরা
তাই আজ অনেক পথ চলেও 
তার কাছে দ্বিধা তো আমিও আজ।

===============

সত্য মোদক 
হেলেঞ্চ , উত্তর চব্বিশ পরগনা

No comments:

Post a Comment