কবিতা ।। পহেলা বৈশাখ ।। টিংকু মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 17, 2023

কবিতা ।। পহেলা বৈশাখ ।। টিংকু মণ্ডল

 

পহেলা বৈশাখ

টিংকু মন্ডল


মাঠে নির্গত হচ্ছে আগুনেরলেলিহান শিখা,

চৈত্রের হয়েছে শেষ,

বইছেউষ্ণ বাতাস।

দিগন্তে বিস্তৃত হয়েছেসূর্য,

পাখিরা শুরু করেছে কলরব,

সৌর পঞ্জিকা অনুসারে হয়েছে তোমার আবির্ভাব

অভিবাদন অভিবাদন হে পহেলা বৈশাখ

বসুন্ধরাপ্রকৃতি নিয়েছে নতুন সাজ,

সকলের অন্তরে বইছে আনন্দের জোয়ার।

 পরিধান করেছে সবাই নতুন পোশাক,

অন্তর থেকেকরছে সবাই প্রণাম নিবেদন।

 নতুন হালখাতা, পুজো পাঠও প্রার্থনা

দিয়ে শুরু করেছে সবাই উদযাপন,

গাইছেসবাই মিলেআনন্দের জয়গান

এপার বাংলায়, ওপার বাংলায়

আজ নেই কোনো ভেদাভেদ,

নেই কোন ধনী ও গরীবের মধ্যে ভেদ

 শশাঙ্কের সময়কালে তোমার হয়েছে আগমন,

আবার কেউ বলে বাবরের হাত ধরে হয়েছে আগমন

কখনো বঙ্গাব্দ, কখনো শকাব্দ

কখনো বিক্রম সম্বৎ, আবার কখনো নানকশাহী,

বৈষ্ণব পত্রিকায় তুমি মধুসূদন মাস।

 

বিশাখা নামক নক্ষত্র পূর্ণিমায় উৎপত্তি তোমার,

তাই তো তুমি পহেলা বৈশাখ।

No comments:

Post a Comment