ছড়া ।। উন্নয়ন ।। সুদামকৃষ্ণ মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 17, 2023

ছড়া ।। উন্নয়ন ।। সুদামকৃষ্ণ মন্ডল

 

উন্নয়ন 

সুদামকৃষ্ণ মন্ডল


বাচ্চু বাবু মহান নেতা দুধেল গরু পুষেন
দলের ছেলে কামায় টাকা নিজের ঘরে রাখেন
সময় বুঝে সরিয়ে রাখেন ব্যাংক -জমি- সোনায়
উঠতি ছামড়ি ফ্রেন্ড রাখেন ধরতে গেলে কোমায়
কথার বেলায় হম্বি তম্বি গায়ে মানে না মোড়ল
ভোটের খেলায় রক্তে হোলি  পাতে টানে ঝোল
দশের কথায় নেই তো তিনি টাকার গন্ধে ওড়েন
সুযোগ পেলেই সাধু সাজতে মিথ্যে মামলা করেন
সাদা পোশাক কালো অন্তর এটাই নাকি পরিবর্তন
যার ঠেলাতে মানুষ ক্ষিপ্ত বইছে ধারা উন্নয়ন


======================

সুদামকৃষ্ণ মন্ডল
গ্রাম: পুরন্দর পুর (অক্ষয় নগর)
পোস্ট : অক্ষয় নগর
থানা : কাকদ্বীপ
জেলা : দঃ চব্বিশ পরগণা

No comments:

Post a Comment