ছড়া ।। হাঁটাহাঁটি ।। বদ্রীনাথ পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 17, 2023

ছড়া ।। হাঁটাহাঁটি ।। বদ্রীনাথ পাল

 

হাঁটাহাঁটি

বদ্রীনাথ পাল


দাদু হাঁটে ঠক্ ঠক্ হাতে ধরা লাঠি-
পড়েও পড়েনা যেন ভুঁয়ে তার পা'টি।
আমি যদি থাকি তার হাতখানি ধরে-
তখন হাঁটেন যেন উড়ে যান ঝড়ে।

দিদু হাঁটে ধীরে ধীরে গুটিগুটি পায়ে-
আঁচলটি ঢাকা থাকে মাথা আর গায়ে।
ছোটো বুনু হাত ধরে থাকে তার হাতে-
সারা পথ বক্ বক্ করে চলে সাথে।

বাবা হাঁটে গট্ গট্ পা দু'খানি ফেলে-
উঁচু বুক সোজা মাথা, নয় এলেবেলে।
ফিনফিনে পাঞ্জাবি গায়ে তার আছে-
মুখ দেখে সাধ্য কী-যাই তার কাছে ?

মা হাঁটে ঠিক যেন রাজ রাণী চলে-
মুখখানি ঢাকা থাকে ঘোমটার তলে।
সেই মুখে হাসি যেন পড়ে ঝরে ঝরে-
আমি আর বুনু হাঁটি তার হাত ধরে।

==============

বদ্রীনাথ পাল
বাবিরডি, পোস্ট-গৌরাংডি, জেলা-পুরুলিয়া, পশ্চিমবঙ্গ

No comments:

Post a Comment