কবিতা ।। ঝিলম নদীর তীরে পুরুর শেষ সংলাপ ।। অধীর কুমার রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 17, 2023

কবিতা ।। ঝিলম নদীর তীরে পুরুর শেষ সংলাপ ।। অধীর কুমার রায়

 
 
(ইতিহাসের পাঠক মাত্রই জানেন, ঝিলম নদীর তীরে গ্রীকবীর আলেকজান্ডারের সঙ্গে পুরুরাজের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধ হিদাসপিসের বা ঝিলমের যুদ্ধ নামে প্রসিদ্ধ। এই যুদ্ধে পুরুরাজ বীরত্বের সঙ্গে যুদ্ধ করে পরাজিত হয়। পুরুর বীরত্বে মুগ্ধ হয়ে আলেকজান্ডার তাঁর হৃতরাজ্য ফিড়িয়ে দেন। সেই যুদ্ধের প্রাককালে -----)


ঝিলম নদীর তীরে পুরুর 
শেষ সংলাপ

অধীর কুমার রায়



পেয়েছি বারতা---
ম্যাসিডোনিয়া থেকে উড়ে আসছে দুরন্ত ঝড়।
সামনের দেশ,রাজ্য সবই করছে পদানত,
অবশেষে আমার শস্য শ্যামলা সোনার দেশ
ভারত ভূমির প্রতি রেখেছে লক্ষ্য -
গ্রীকবীর শয়তান আলেকজান্ডার দি গ্রেট।

কিন্তু যতক্ষণ হাতে আছে তলোয়ার
ভারতের অসম্মান,না না কিছুতেই হতে দেব না।
সাজ, পাত্রমিত্র ,সভাসদ, সৈন্য সামন্ত যত।
আজ ঝিলমের পবিত্র জল গ্রীক রক্তেই
করবো রঞ্জিত।
জানি আমার শক্তি অপ্রতুল।
কিন্তু যেনো, শক্তি দিয়েই শুধু যুদ্ধ জয় হয়না,
চাই আত্মবিশ্বাস আর রনকৌশল।
যতক্ষণ দেহে আছে প্রাণ, যুদ্ধ করবো।
কিছুতেই আত্মসমর্পণ করবো না ।
প্রাণ দেব তবু পালাবো না।
বাজাও দুন্দুভি আর রণডঙ্কা,উড়াও পতাকা ঝিলমের তীরে।
যে যেখানে আছো শক্ত করে ধরো হাতিয়ার।
সবশেষে মন রাখবে জীবন্ত কিংবা মৃত আলেকজান্ডার আমার চাই।
ওকে বুঝিয়ে দিতে হবে ভারতবাসী কাপুরুষ নয়, মাতৃভূমির জন্য রক্ত দিতে আমরাও জানি।

আর যদি আসে সেই কালোদিন,যদি
আমার শোণিতধারায় ভেসে যায় সাধের
ঝিলম নদীর জল।
ওগো, প্রাণের ভারতবাসী,
তোমরা তোমাদের পদধূলি ঝিলমের জলে
ধূয়ে, আমার অক্ষমতার জন্য
আমাকে তোমরা ক্ষমা করো।

                    --------


No comments:

Post a Comment