কবিতা ।। অচেনা প্রতিশ্রুতি ।। পিঙ্কি ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 17, 2023

কবিতা ।। অচেনা প্রতিশ্রুতি ।। পিঙ্কি ঘোষ

 

অচেনা প্রতিশ্রুতি

পিঙ্কি ঘোষ

বহুদিন ধরে অপেক্ষায় আছি 
তবুও ধোঁয়াশার চাদর সরেনি
সময়‌ আর সম্পর্কের গাঁটছড়া
বাঁধা যায় না বেহিসাবী আবদারে
আপনতার বেড়াজালে বন্দী প্রেম
বিবর্ণ আকাশে রামধনুর খোঁজে
আঁচল উড়িয়ে রবীন্দ্রসঙ্গীতের সুরে 
আবারও হারিয়ে যাই চন্ডালিকায়,                       
পর্দার আড়ালে চেনা চেনা মুখ নিয়তি-

নতুন সূর্য, নুতন সকাল, অচেনা প্রতিশ্রুতি।

...............................................

পিঙ্কি ঘোষ,
কলকাতা,
পশ্চিমবঙ্গ
...............................................

No comments:

Post a Comment