ছড়া ।। আমার গোলাপ ।। মাহমুদ সৌরভ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 17, 2023

ছড়া ।। আমার গোলাপ ।। মাহমুদ সৌরভ


মা আমার 

গোলাপ মাহমুদ সৌরভ  


মা যে আমার এই পৃথিবী 
মা আমার সব,
মায়ের সেবা করতে হবে 
বলছে আমার রব।

মায়ের জন্য দেখেছি আমি 
এই পৃথিবীর মুখ, 
মায়ের কোলে ঘুমিয়ে দেখি
আহা কতো সুখ। 

মায়ের মনটা অনেক বড়ো 
যার তুলনা নাই, 
জগৎ জুড়ে মায়ের মতো 
খুঁজে নাহি পাই। 

লালন পালন সবই করে  
করে আদর স্নেহ, 
স্বার্থবিহীন এমন সেবা
আর করে না কেহ।

No comments:

Post a Comment