কবিতা ।। চাঁদনী রাতে মনের সাথে ।। জয়শ্রী সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 17, 2023

কবিতা ।। চাঁদনী রাতে মনের সাথে ।। জয়শ্রী সরকার


চাঁদনী রাতে মনের সাথে

 জয়শ্রী সরকার


চাঁদনী রাতে মনের সাথে এই সাধারণ মেয়ে
আপন মনে যায় সে ভেসে সুরের তরী বেয়ে।
বুকের ভিতর উথাল পাথাল কোন্ সে সুদূর টানে
মন চলে যায় দূর বহুদূর আপন-ভোলা প্রাণে !

স্নিগ্ধ আলোর পরশ পেয়ে এই সাধারণ মেয়ে 
চাঁদকে নিয়ে মিষ্টি সুরে উঠলো সে গান গেয়ে।
জ্যোৎস্না আলোর কুচি মেখে গাছের পাতা দোলে
এই আমিটা একাই হাসে খুশির কলরোলে !

চোখ চলে যায় নদীর জলে পূর্ণিমা চাঁদ দেখে
ঢেউয়ের তালে দুলছে সে চাঁদ ভাসছে এঁকেবেঁকে।
জ্যোৎস্না রাতে ফুলগুলো সব আনন্দেতে মাতে
মিষ্টি-মধুর হিমেল হাওয়ায় রূপটি খোলে তাতে !

যতই ডাকি আয় চাঁদ আয়, চাঁদ চলে যায় সরে
এমনি করেই মোহময় চাঁদ মনকে তোলে ভরে।
মায়ের কোলে চাঁদের হাসি অপূর্ব এক শোভা
মায়ার কাজল মেখে সে তো বড়ই মনোলোভা!

চাঁদনী রাতে মনটা যে চায় একটু একা হতে
সৃষ্টি-সুখে ভাসবে সে তো মিষ্টি আলোর স্রোতে।
মনের সাথে চাঁদনী রাতে খেলবো সৃজন খেলা
অক্ষরেরা সার বেঁধে তো গাঁথবে শব্দ-ভেলা  !

***************************************
জয়শ্রী সরকার,
দিনান্তিকা, প্রেমবাজার, খড়গপুর,
পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ - ৭২১৩০৬


No comments:

Post a Comment