কবিতা ।। কত দূর ।। পূজা সিংহ রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 17, 2023

কবিতা ।। কত দূর ।। পূজা সিংহ রায়

 

কত দূর 

পূজা সিংহ রায়


আর কত দূর..
কত দূর পথ চলা বাকি!
যেথা সন্ধি পথের বাঁক মেলে,
 ধৈর্য্য ধরে ধৈর্য্য রাখা উদাস বিকেলে ।
 
চলতি পথে পেলাম সাথী, বিচিত্র দিনরাত্রি;
হোঁচট খেয়ে থেমে পড়া, অশ্রুর বিশ্রামাগার প্রাপ্তি।
আবার চলা গুটি পায়ে, নইকো থামার পাত্রী।

চিরন্তনের শিক্ষা গুলো করছি পথে চয়ন,
দীর্ঘতার ক্লান্তি ভার মুদিয়ে দেয় নয়ন।
শাশ্বত বাণীর ঝংকারে ধ্বনিত জাগরণ,
তড়িঘড়ি হাল ধরে ত্যাগী পিছু শয়ন।

মানস তীর্থ যাত্রী, সংযমের প্রার্থী ;
যে অভীষ্ট কামনা তাতে সাধনা দীর্ঘ দিনপত্রী।
ধৈর্য্য চ্যুতিতে প্রলেপ দিয়ে রেখেছো সমতল,
আলোকলোকের নিত্য ধারা, ব্যর্থ বেদনা গরল।

আশারা পথসঙ্গম ফলকের অপেক্ষায় 
নীরবতা অগ্রগাঠনিক ধাপ সাজায়।
বিশ্বাস সেতুর জোড়ালো টান,
মিলিয়েছে কত মহিমা দান।
এ ভরসায় সতত উদ্যম বল;
উদ্দেশ্যরা যেন হয় সফল।

================

পূজা সিংহ রায়
বোলপুর, বীরভূম 

No comments:

Post a Comment