কবিতা ।। মিলি ।। সৌম‍্যদীপ দে - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 17, 2023

কবিতা ।। মিলি ।। সৌম‍্যদীপ দে

 

মিলি

 সৌম‍্যদীপ দে


আচমকা এক এল ঝড়;
উড়লো ধূলো, বালি, খড়।
সাইকেল থামিয়ে দাড়ালাম এসে;
একটি বাড়ির সানসেটে।
জানালার ওপাশ থেকে ওই;
টুকরো কথার ফুটলো খই।
করছে বকবক নিজ মনে;
কোন সে মেয়ে কে জানে।
কি জানি তার নাম কি হবে?
ভাবছি বসে আকাশপাতাল সবে।
এমন সময় কে যেন দিলো ডাক;
'ও মিলি' জানালাটা ভেজিয়ে রাখ..।।

=========

সৌম‍্যদীপ দে
বড়শুল, পূর্ব বর্ধমান

No comments:

Post a Comment