দুটি কবিতা ।। জয়িতা চট্টোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 17, 2023

দুটি কবিতা ।। জয়িতা চট্টোপাধ্যায়

 

দুটি কবিতা ।। জয়িতা চট্টোপাধ্যায়

 

অনেক দূর

তুমি যত এগিয়ে আসো
আমি আরো আরো পিছনে সরে আসি
মাটিতে এসেছি তবু মাটিতে মিশিনি
তুমি যত মুঠো করে এগিয়ে আসো
আমি নিজেকে টেনে নিই আরও নিজেরই ভেতরে
তারপর মুখোমুখি বসি একাকীর সাথে
বসি মরণের খেলার তরে, অন্ধকার গলিতে।।


 কাকে বলবে?


'কেমন আছো তুমি'?
আমি চলে গেলে একথা তুমি কাকে বলবে?
কাকে বলবে 'কথা রেখো'?
তুমি তো জানো না 
কথা না রাখা কথার পাহাড় নিয়ে আমি চলে গেছি
কাকে বলবে বলো?
'মনে রেখো আমায়?'
আমার হৃৎপিণ্ড জুড়ে টাঙানো তোমার মুখ
আমি হয়তো আর বলবো না 
'হাতটা ধরো'
কারণ আমি জানি
তোমার মুঠো ভরে আছে স্বপ্ন খুনের রক্তে
তুমি যেদিন বলবে 'শুনতে পাচ্ছো?'
আমি তখন আর কান পেতে নেই
'ইচ্ছে হলে আমার কাছে এসো'
কাকে বলবে তুমি?
তখন আমার পা বাড়ানো যাবার জন্য
তবুও বলছি দেখে যাও
তোমার অপেক্ষায় আমার পা দুটো
গেঁথে গেছে মাটিতে।।

================

জয়িতা চট্টোপাধ্যায় 
শ্যামনগর, উত্তর চব্বিশ পরগনা, ভারত 

No comments:

Post a Comment