কবিতা ।। ক্রিমশন রঙের জানালা ও বারোটি পাঁজরের আদিম উপপাদ্য ।। নিমাই জানা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 17, 2023

কবিতা ।। ক্রিমশন রঙের জানালা ও বারোটি পাঁজরের আদিম উপপাদ্য ।। নিমাই জানা

 

ক্রিমশন রঙের জানালা ও বারোটি পাঁজরের আদিম উপপাদ্য

নিমাই জানা


২π দৈর্ঘ্যের অ্যাক্রেলিক পর্ণমোচী নদীর ওপরে দাঁড়িয়ে থাকা মৃতপ্রায় রেচনতন্ত্রের মতো উট পরিবাহী মানুষদের সংক্রমণ খচিত ক্রিমশন রঙের জাহাজের পাঠাতনে হলুদ মায়াবী মাছেরা নদীর জানালার বারোটা পাঁজর খুলে খুলে আগুন পাহারা দিচ্ছে ,

অসংখ্য মৃত মানুষের খাঁজ কাটা হাড়ের সব উপাঙ্গগুলো প্লাস্টিক কোটেড নীল মহাগোলকের ভেতরে ঝুলিয়ে রাখি প্রতিটি দরজার দ্বাররক্ষী ভেবে , মাথার করোটি দুলছে পেন্ডুলামের মতো , এখানে প্রতিদিন রাতের দ্রোণাচার্য রেখে যেতেন এ সংসারের পিরামিড কথা
চোখ আসলে একটা নিম তরঙ্গের নৌকা যার ভিতর অসদ বিম্বের সব ঘোড়াগুলো একদিন আত্মহত্যার দেশলাই কাঠি জ্বেলেছিল কাঁচ ঘরের অবৈধ চুম্বন বহির্ভুত বিষাক্ত সঙ্গম পরবর্তী শিথিল অঙ্গাণুর রক্তাক্ত চন্দ্রগ্রহণের ভেতর , আমার দুটো পা গলে যাচ্ছে নীল ইমালসানের ঝাঁঝালো অ্যামোনিয়াম গন্ধে

মধ্য রাতের অ্যানাটমী ছিন্ন করা জলজ নাবিক মাথার ভিতরে দাঁড়িয়ে মৃত মানুষের গলে যাওয়া হাড় , পাঁজর , রক্ত মাংসের উত্তপ্ত স্ফুটনাঙ্কহীন তরল পদার্থ গুলো ঢেলে দিচ্ছে আমার ক্ষয়ে যাওয়া অক্ষিকোটরের ভেতর ,

মৃত ভার্গব প্লাজমা রস জমা হওয়া নৌকার কাছে বিছানা পেতে ২ এম এল জলজ শিরাপথের নিচে একটা ফুসফুসের খোলস খুলে রাখে আমাদের মৃত্যু পরবর্তী হাড় গুলোকে নীল অগ্নাশয় মিশিয়ে গিলে গিলে খাওয়ার জন্য ,  মায়ের মতো জানালার বক্ষবন্ধণী থেকে আমি গোলক দ্রাক্ষাপুরের নীল জনন তন্ত্র গুলো বিষাক্ত গিলে খাচ্ছি,  রোমন্থনহীন পুরুষ মানুষটি পিরামিডের জননতন্ত্র আঁকছে


=======================

নিমাই জানা
রুইনান , সবং, পশ্চিম মেদিনীপুর, ৭২১১৪৪

 

No comments:

Post a Comment