তিনটি কবিতা ।। সুশান্ত সেন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 17, 2023

তিনটি কবিতা ।। সুশান্ত সেন

তিনটি কবিতা ।।  সুশান্ত সেন


সময়


থমকে থেমে গেছে সময়
মনের মধ্যে
মুহূর্ত পূর্বেই যা চলমান ছিল
একটা মৃত্যু সময় কে থামিয়ে দিলো ।
আর ত কথা বলা যাবে না
মুঠোফোনে ।
কার সাথে  ঝগড়া করবো
রাজনীতি নিয়ে - এখন
সময় সময়।

জানালা


জানলাটা বন্ধ
পুরোপুরি নয়, কেবল শার্শিটা।
ভেতরটা দেখতে পাই না
আবছা আবছা তোমার চলাফেরা দেখি।
অপেক্ষায় আছি 
জানলাটা কখন তুমি খুলবে ?

কাব্য


লিখতে থাকি মনের মতন ডজন ডজন কাব্য
বিকট তাদের শব্দ গুলো নয়কো ত সুশ্রাব্য,
ছন্দ অনেক রকমারি কেউ লেখেনি আগে
বর্ণমালা বাঁক নিয়েছে নবীন অস্তরাগে।
সকাল বেলার আজব লেখা বিকেল বেলায় পড়া
ভিন্ন ভিন্ন অর্থ নিয়ে করছে যে মসকরা,
রাত্রি হলেই সেই লেখারা মেঘের ওপর চড়ে
সকাল হলেই নাচতে থাকে কালবোশেখীর ঝড়ে।
তখন তাদের যায় না দেখা যায় না তাদের কেনা
এই কোবতে চেষ্টা করেও লিখতে ত পারবে না।
বলছি তবে চুপটি করে আমার পাশে বস
শুনতে ত থাক কোবতে ভরা রাক্ষস খোক্ষস।


===============

 সুশান্ত সেন
৩২বি, শরৎ বসু রোড
কলিকাতা ৭০০০২০


No comments:

Post a Comment