কবিতা ।। স্বপ্ন ভেজা প্রহর ।। শেফালি সর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 17, 2023

কবিতা ।। স্বপ্ন ভেজা প্রহর ।। শেফালি সর

 

স্বপ্ন ভেজা  প্রহর

শেফালি  সর


সারাদিনভর কঠিন  বাস্তবের কাঁকুরে মাটির  পথ ধ'রে  
অবিরাম  হাঁটতে হাঁটতে চলেছি 
অজানা  কোনো  এক ঠিকানায়।

অজস্র  নুড়ি  পাথরের  সাথে সখ‍্যতা আমার,
একটা বিষণ্ণতা সারা মন জুড়ে - 
ক্লেদাক্ত অবসন্নতা মনের  ঘরে। 

একরাশ নির্মম  রুক্ষতার সাথে 
ঘরকন্না করি আমি সারাদিন রাত, এ
কহাাঁটু জলে নামি।

আশায় থাকি নিশ্চিত  কখনো  আসবে হয়তো 
আমার  চির কাঙ্ক্ষিত সেই  স্বপ্ন ভেজা  
সবুজ ঘাসের  রঙে রাঙা রঙীন প্রহর।।

------------------:-------------------
                      শেফালি  সর
                      জনাদাঁড়ি
                   গোপীনাথপুর
                  পূর্ব  মেদিনীপুর 
                   ৭২১৬৩৩

No comments:

Post a Comment