কবিতা ।। মনে হয় ।। সুজয় কাইতি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 17, 2023

কবিতা ।। মনে হয় ।। সুজয় কাইতি

             

মনে হয় 

সুজয় কাইতি


মনে হয় যেন পাড়ি দিই
এক দূরের অচিন দেশে,
যেখানে গেলেই হাত বাড়িয়ে 
সবাই ভালোবাসে।

মনে হয় অতল সাগরে যেন 
মিলিয়ে যায়,
সেই শুদ্ধ নির্মল জলে 
সারা জীবনটা কাটাই।
মাছেদের মতো রঙিন হয়ে 
হৃদয়টাকে রাঙায়,
হাঙরের মতো কঠিন হয়ে
যেন চলতে পারি চড়াই উতরাই।

মনে হয় যেন সমাহিত হই
শুভ্র মেঘের সাথে,
চিরভ্রমণে মাতোয়ারা হই
কন্যাকুমারী থেকে অমরনাথে।
যেতে যেতে কত সুখের ছবি 
দুঃখের ছবি আসে,
শূন্যে আমি পাড়ি দিতে চাই 
এই অকূল অনন্ত আকাশে।

মনে হয় যেন সূর্যের কিরণ হয়ে
ঠিকরে যাই,
সবাইকে ভালোবাসি
 সবাইকে রাঙায়।
নিজের আলোয় আলোকিত করি
সমগ্র ভুবন-বঙ্গে,
নিজ স্নেহ দিয়ে পাশে থাকি 
চিরকাল মানুষের সঙ্গে।

মনে হয় যেন পৌঁছে যায়
 নির্জন চন্দ্রলোকে,
 যেখানে কেউ কাঁদবার নেই
 আমার চির শোকে।
 যেখানে আমি ডাকতে পারি 
ঈশ্বরকে একাকী,
কেউ নেই বিরক্ত করার 
করে ডাকাডাকি।

এই পৃথিবী যন্ত্রণাময়
 দুঃখ কত এতে,
 এ পৃথিবীর মনুষ্যকূল 
আছে দ্বন্দ্ব সংঘাতে মেতে।
তাই আমার মন চায় 
যেন যেতে পারি সুখের সাগরে,
 জীবনটাকে কাটাতে চাই 
সারা জীবন মন ভরে।
সুখের খোঁজে মন যেতে চায় 
হেথায় সেথায়,
তাই আমার আকুল হৃদয়
অশ্রু জলে সমাহিত গান গায়।


==================

No comments:

Post a Comment