কবিতা ।। আমার মুক্তি আলোয় আলোয় ।। তন্ময় ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 17, 2023

কবিতা ।। আমার মুক্তি আলোয় আলোয় ।। তন্ময় ঘোষ

 

আমার মুক্তি আলোয় আলোয়

তন্ময় ঘোষ


সহজ আনন্দময় প্রাণের কিরণে
ভিজে যায় নদী মাঠ ঘাট,
নৌকার সাদা পালে জন্ম নেয়
তার শস্য ভরা তট।
রাঙা সূর্যের নতুন বাঁকে
আলোয় রবি আলোর গানে ...
প্রজ্ঞাশক্তির উপনিবেশে
মাটির মতোন দেবতা জ্ঞানে।

উৎসারিত নদীর রবি কিরণ ভিন্নপ্রদেশে
অবারিত তার বাণিজ্যের খেয়া;
কতো গান সেধেছি দেয়া
ভেসে এসেছে এই বনদেশে।
সম্পন্ন নদীর জলে; শূন্যতার চরে
পড়ে থাকি খড়কুটো হয়ে।
ভেসে যায় মুক্ত সমুদ্র ভ্রমনে ...
খুঁজে পাই তোমাকে আকাশের সহচর যাপনে।।

 
----------------------------

তন্ময় ঘোষ
আচার্য্য পল্লী
ব্লক 11 ফ্লাট নম্বর 44 
পোস্ট অফিস- নরেন্দ্রপুর
কলকাতা 700103 

No comments:

Post a Comment