Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

কবিতা ।। উপহাস ।। সুবিনয় হালদার

 

উপহাস

সুবিনয় হালদার



ও ভাই- 
মানুষকে অতোটা বোকা ভাববেন-না ।
সবাই সব- জানে-  সবই বোঝে-  ;
যতোই আপনারা মিথ্যা নাটক করুন, ভয় দেখান, লোভ দেখান-
স্বার্থ ছাড়া ব্যর্থ উপকার- 
মনে করেন-না কিন্তু এমনি কর্মকাণ্ড তা অস্বীকার-ও করেনা ! 
'দে পাল তুলে দে' হাউস ফুল টকীজ এর মশালাদার যুক্ত চাট যতোই খাওয়ান, 
ধান্দা ছাড়া কোনো বান্দার পাশে থাকে না-
সেটা মানুষ বোঝে ! তাই-
ও ভাই-
মানুষকে অতোটা বোকা ভাববেন-না । 

যেদিন সুযোগ পাবে
ঋণ শোধ করার-
সেদিন স্বতঃস্ফূর্তভাবে আপন অঙ্গের প্রত্যঙ্গ উজাড় করে 
খুশি- খুশি- তর্জনীতে রঙ মাখবে ।
এ-মা- আপনি খারাপ ভাবছেন- ? 
                       রাগ করছেন- ? 
সে কী- আপনি এ্যাতো দিয়েছেন- তার বিনিময়ে এটা তো আমাদের সকলের একান্ত গণতান্ত্রিক কর্তব্য !
আপনাকে ভালোবাসবোনা- তা কখনো হয়- ? 
আপনি কত্তো করেছেন- ;
আপনার অসীম কৃপা-, 
দয়া করে আর যাই ভাবুন-
তাই বলে মানুষকে অতোটা বোকা মনে করবেন না  । 

বিংশশতাব্দীতে যখন দেশে অন্ধকার বেশী ছিলো
কুসংস্কার আর অশিক্ষায় জর্জরিত জাতিকে গাধা বানিয়ে অনেক ঘোল খাইয়েছেন  ;
আর এখন এই একবিংশ শতাব্দীতে-, যেখানে লোডশেডিং এর গল্প নেই
শুধুই আলো-  ভরপুর আলো-  ;
শিক্ষার শতকরা হার এতো যে একজনকে বাঁদর অথবা হনুমান বললে রাগ করে ! 
গরু তো বলাই যাবেনা কারন গরু এখন জাতীয় ইস্যু !
বাকি থাকলো পরে-  কুকুর শুয়োর বাঘ সিংহ-
এই গুলো বললে দেখি- তেমন কেউ কিছু মনে করেনা- ;
সব যেন কেমন গা সওয়া হয়ে গেছে ! 
এখন মনে মনে ভাবছি-
মাইরি বলছি, 
মা কালির দিব্যি-
আল্লার কিরে-
বনে জঙ্গলে গিয়ে একবার দেখবো-
পশুরাও কী পশুদের মানুষ জাতির নাম বলে উপহাস করে- ;
নাকি বিশেষণ অর্থে ব্যবহার করে  !
ও ভাই-
মানুষকে অতোটা বোকা ভাববেন-না । 

মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩