কবিতা ।। ফিরে মন চায় ।। দেবযানী পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 17, 2023

কবিতা ।। ফিরে মন চায় ।। দেবযানী পাল

 

ফিরে মন চায়

দেবযানী পাল 


ফিরে চল স্মৃতিকণায় একটিবার
দীর্ঘশ্বাসের চোরাকুঠুরিতে
যেখানে আজও অতৃপ্তির প্রেতাত্মার বাস
দীর্ঘ সময়ের ইচ্ছের ওপর ধুলোর চাদর
যাতনা হয়ে ফিরেছে সময় সৈকতে।

মনে পড়ে এক চাঁদ,চন্দ্রমার তপ্ত আবেগ!
কথা ছিল ছায়া দেবে শেষ রোদ যেখানে,
অবিচল অনির্বাণ হবে পৃথিবীর শেষ কোটালেও
এ কোন বিধাতার উচ্চ হাসি কানে পৌঁছলো না,
থেমে গেল নিয়তির হাতে কেনা দাস হয়ে।

অথচ কেউ ছিলনা বাঁধা জন্মের গোড়া থেকে
শৈশবের মুখর মসৃণ দুটি মুখ আলোর প্রতিরূপ
কৈশোর ধরা দিল বিনা দ্বন্দ্বে নির্ভীকতায়,
যৌবন কেন তবে খল চরিত্রের দাবিদার হল
গোঁড়া ভবিষ্যের ধ্বজায় দু'ভাগ করল অভিন্নকে?

বারবার ফিরে যাই সেই নিষ্প্রাণ মরুভূমিতে
সেই কোলাহল ফিরে শুনি চারপাশে চমকিয়ে
যেন অতৃপ্তি গান ধরে ঘিরে বেহালার বৈরাগে
 দীর্ঘশ্বাসের বাতাস কথা কয় নিঃশব্দের আস্ফালনে
পৃথিবীর যত সুখ অস্ফুটে কাছে ডাকে প্রত্যাখানে।

যদি সময়ের মেশিনে ফিরতাম আজকের আমি
তোমারও দিন গোনা হত সবুজ আবিরে খেলে
আজ আর সেদিন মিশে যেত ভারহীন গোলকে,
নবজন্ম প্রত্যাশায় এত পথ পেরিয়ে ফিরে আসা
হায়রে, দৈন্যতার উপঢৌকন আজও ভরে আছে পথে।

==============

দেবযানী পাল
নিউ ব্যারাকপুর








No comments:

Post a Comment