কবিতাগুচ্ছ ।। তীর্থঙ্কর সুমিত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 17, 2023

কবিতাগুচ্ছ ।। তীর্থঙ্কর সুমিত

 

কবিতাগুচ্ছ ।।  তীর্থঙ্কর সুমিত


বিশ্বাস কথা

চিৎকার ____
সবুজ ঘাস খেয়ে যাচ্ছে ছাগলেরা
নদীর জল খাচ্ছে কুমির
সাগরে ভেড়ানো জাহাজ হাওয়ায় দুলছে
অসময়িক চাহিদার নাম দেওয়া অধিকার
সম্পাদ্যের অঙ্কন পাটিগণিতে মুখ গুঁজে
তুমি যার নাম দিয়েছিলে ভালোবাসা
এ এক দারুণ অভিজ্ঞতা 
প্রতিদিনের...

কৌটো ভরে তুলে আনি একমুঠো বিশ্বাস।

রঙ বদল


ফিরে দেখা 
মনোনয়ন পত্রে তোমার ঠিকানা
বেশ কিছু বছর পর ফিরে এলাম
দৈনন্দিন ঘেরাটপে ফিরে পাওয়া লড়াইয়ে
আমরা প্রত্যেকে সৈনিক মাত্র
অনন্তকালের যাত্রায় ক্রমশঃ বিবর্তন
লেগে থাকা মুহূর্তে আমরা এগোচ্ছি প্রত্যেকে
একবিংশ শতাব্দী ধরে, পায়ে পা মিলিয়ে
চলছি অজানার উদ্দেশ্যে...
হাত বদলালেই মুখমন্ডলের বিবর্তন ঘটে 
নিদারুন বাক্যালাপ অজানাকে ঘিরে
তবুও আমরা প্রত্যেকে...

একটা অন্ধকারের রঙ বদল করি।


প্রতিদিনের অন্তরালে



উঠোনে বটের চারাটা ক্রমশঃ বেড়ে উঠছে
জল না পেয়েও নির্লজ্জের মত
ছড়িয়ে যাচ্ছে তার শেকড়
ডালপালা, পাতা ------
আমার টালির চাল জুড়ে
তার অবাধ বিচরণ
বটের ফলে কত বট,
আগামীর সভ্যতার দাঁড়িয়ে

প্রতিদিনের অন্তরালে...

আমরা সকলে


ট্রেন থামতেই একটা বিকেল পেলাম
গোধূলির বিকেল
সবুজে সবুজ অন্তরদৃষ্টি যতদূর যায়
ধুলোরাশির গ্রাম আমার জন্মভূমি
নিস্তব্ধতায় চোখ প্রতিদিন নতুনের সন্ধান
মেলাতে থাকে ক্রমশ...
বন্দরহীন মুহূর্তে,
হাত বদলের চক্রধরপুর

শেষ ট্রেনের যাত্রী আমরা সকলে।


=============

তীর্থঙ্কর সুমিত
মানকুণ্ডু, হুগলী

No comments:

Post a Comment