অণুগল্প ।। দূরদর্শিতা ।। পীযূষ কান্তি সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 17, 2023

অণুগল্প ।। দূরদর্শিতা ।। পীযূষ কান্তি সরকার


 দূরদর্শিতা

পীযূষ কান্তি সরকার


    প্রিয়াঙ্কা আর সন্দীপ নতুন ফ্ল্যাটে এসে খুব খুশি। খুশি তাদের পনেরো বছরের ছেলে সায়ন, মাধ্যমিকের আগেই নিজস্ব একখানা ঝাঁ-চকচকে ঘর পেয়ে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের উপস্থিতিতে ঘটা করেই গৃহপ্রবেশ করেছিল তারা।
    সেদিন সন্দীপের বন্ধু মলয় ফোনে বলল, "গৃহপ্রবেশের দিন তোদের ফ্লোরেই একখানা এককামরার ফ্ল্যাট পড়ে আছে বলেছিলি না! বুক করে দিস আমি নেবো।"
সন্দীপ কিছু বলতে যাচ্ছিল, প্রিয়াঙ্কার ইশারায় থেমে গিয়ে বলল, "খোঁজ নিয়ে দেখছি। ফাঁকা থাকলে জানাবো ।"
    ফোন রাখতেই প্রিয়াঙ্কা বলল, "টালিগঞ্জে যার তিনতলা বাড়ি সে কিনা এককামরার ফ্ল্যাট বুকিং করতে চাইছে এখানে -- নিশ্চয়ই ইণ্টু-মিণ্টু কেস কিছু আছে ! নাক গলাতে যেও না, ফেঁসে যাবে কিন্তু !"
বৌ-এর দূরদর্শিতায় খুশিই হল সন্দীপ।

                     ------------

পীযূষ কান্তি সরকার
১/১, কুচিল ঘোষাল লেন, কদমতলা হাওড়া-১
পশ্চিমবঙ্গ, ভারত।

No comments:

Post a Comment