ঝড়ের পাখির খোঁজে ।। নিরঞ্জন মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 17, 2023

ঝড়ের পাখির খোঁজে ।। নিরঞ্জন মণ্ডল

 

ঝড়ের পাখির খোঁজে

নিরঞ্জন মণ্ডল


বোশেখ ঝড়ের পাখি
কোন পরানে ভোরের আলোয় নিতুই ওঠো ডাকি?
ঝড়ের আঘাত ডানায় নিয়েও নীল আকাশে ভেসে
আলোয় ভিজে জমাও পাড়ি সবুজ-নিবিড় দেশে!
সেই দেশে কি ডানার ক্ষতে ওষুধ প্রলেপ পাও
অলোক কোনো বাঁচার নিদান--যেমন তুমি চাও?

বোশেখ ঝড়ের পাখি
ভুলিয়ে বেদন কোন মহাজন নতুন গানের রাখি
ঝর্ণা ধারার মতোই তোমার জড়িয়ে দিয়ে গলে
জীবন স্রোতে ফেরায় তোমায় আলোর চলাচলে!
তার ঠিকানা হঠাৎ যদি কোথাও খুঁজে পাও
তারার ঝিলিক দেখতে রাতে আকাশ মুখো চাও?

বোশেখ ঝড়ের পাখি
গোপন টানে তোমার পানে অবাক চেয়ে থাকি।
নামলে আঁধার বাসায় তোমার জোনাক কি দেয় আলো
ফুল ফলেতে হাসতে থাকে বাসার গাছের ডালও?
চিকন সবুজ পাতায় কি তার পিছলে আলো যায়
বকুল বাসের উথলানো ঢেউ নরম দখিনায়?

বোশেখ ঝড়ের পাখি
ইচ্ছে মনের একটি বারের জন‍্যে তোমায় ডাকি
কষ্ট ভোলার শুলুক পাওয়ার অনেক দিনের সাধ,
কেমন করে টিকিয়ে রাখ তুফান-নদীর বাঁধ
এইটা যদি তোমার কাছে শিখতে পারি আজ
সময় জোড়া সব আঘাতে করতে পারি রাজ।

বোশেখ ঝড়ের পাখি
তোমার চোখে নীলের মায়া কোন ছবি যায় আঁকি?
সেই ছবিকে আয়না করে জগত কি যায় দেখা?
দেয় কি ধরা মেঘলা রাতে চাঁদনি আলোক রেখা?
রাত ফুরোলে বৃষ্টি-নিটোল পথের সবুজ ঘাস
কোন ইসারায় তোমায় কুশল শুধোয় বার মাস?

বোশেখ ঝড়ের পাখি
এ সবকিছু জানতে নাহয় অপেক্ষাতেই থাকি
আরও কিছু দণ্ড-প্রহর, সপ্তা-বছর-মাস,
নতুন কিছু সবুজ চারায় ভরুক চারিপাশ।
শিকড় তাদের সরস ধারায় ডাগর সবল হোক
তাদের ছায়ায় অলোক মায়ায় সজল করি শোক।

=================

নিরঞ্জন মণ্ডল/উত্তর24পরগণা।

No comments:

Post a Comment