প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

স্বাধীনতা দিবস উদযাপনে মঞ্চে উপস্থিত নেতারা
সভায় তুমি কনিষ্ঠ নেতা
তুমি মঞ্চ উঠলে না-আসা বরিষ্ঠ নেতার বদলে
আবৃত্তি করলে স্বরচিত কবিতা
স্বাধীনতা দিবসে মুক্তির সংগ্রামের কথা
যারা উঠি উঠি করছিল বসে পড়ল
মুগ্ধ শ্রোতার করতালিতে ভরেছিল সভা প্রাঙ্গন।
আজকাল সভা সমাবেশে তুমি মুখ্য বক্তা
তোমার প্রচন্ড চাহিদা, প্রশংসিত তোমার দক্ষতা
কণ্ঠে ধারালো যুক্তি, চাহনি অবয়বে অভিনীত ঋজুতা
তোমার বক্তৃতায় পড়ে ঘন ঘন করতালি।
সময়ের সাথে বেড়েছে ভক্তের সংখ্যা
কমে গেছে মনের প্রশস্ততা
কমতে কমতে তীরের আগায় বিন্দুর মত,
তাক করে থাকে শত্রুর দিকে জমি দখলের লড়াইয়ে;
সভায় আর কবিতা বলো না।
একবার তীরটা ছুঁড়ে দাও উন্মুক্ত আকাশের দিকে
মেঘেদের দেশে পৌঁছক, মেঘ ফুরে নামুক বৃষ্টি
তুমি ভিজে বিশুদ্ধ হও
মঞ্চে ফিরে আসুক কবিতা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন