ছড়া ।। স্বাধীন ভারত ।। সনথ রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 20, 2023

ছড়া ।। স্বাধীন ভারত ।। সনথ রায়

স্বাধীন ভারত

সনথ রায়


ভারত আমার স্বাধীন দেশ
স্বাধীন সকল প্রাণী ।
ভারত মায়ের রক্ষার্থে আমি
দিবো নিজেকে কুরবানী ।

গান্ধী, সুভাষ, ভগৎ সিং
মহান পুরুষ তারা ।
দেশের নামে প্রাণ দিয়ে ভাই
মহান হলেন তারা ।

নানান লোকের নানান বাণী
প্রচারিত হলো ।
যাহার যতো দক্ষতা ও গুন
সবই সমর্পিল ।

দেশের হাজার হাজার যুবক
যুদ্ধেতে প্রাণ দিলো ।
রক্ত তাদের ঝরনা স্রুতে
বহিতে লাগিলো ।

তিন রঙের স্বাধীন পতাকা
আকাশে উড়িল ।
হাজারো সেনার কষ্টের দিনের
সমাপ্তি ঘটিলো ।





No comments:

Post a Comment