তিনটি কবিতা ।। সুশান্ত সেন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 20, 2023

তিনটি কবিতা ।। সুশান্ত সেন

তিনটি  কবিতা  ।।  সুশান্ত সেন


সৃষ্টি


সৃষ্টি এক অজানা রহস্য দিয়ে ঘেরা
মুগ্ধ হয়ে উৎস খুঁজে যায় বিস্ময়ে বিমূঢ় মানুষেরা।
যুগে যুগে সন্ধান চলেছে এই রহস্যের
কে করে নিয়ত সৃষ্টি, কি করেই সৃষ্টি করে সে !
কোন শক্তি কোন বলে উদ্দীপিত হয়
গড়ে তোলে সৃষ্টির বলয়
দূর দূর নীহারিকা ব্রম্ভান্ড বিপুল
অপূর্ব ঘূর্ণনে ঘোরে , সৃষ্টির হয় না কোনো ভুল।
উদ্ভূত হয়েছে শক্তি কোন যাদুমন্ত্র থেকে যাহা সৃষ্টি করে, গড়ে তোলে নব নব প্রাণ ?
মনে ভাবি অমৃত আনন্দ থেকে মূর্ত হয় সৃষ্টির সোপান।


বিকেল


নিদারুণ ব্যথা বলে এইখানে নেই কাশবন
চলে না এখানে কোন অধীর শাসন।

বিকেলের মেঘ এইখানে ফেলে তার ছায়া
বসেছ চেয়ারে, নড়বড় করে ওঠে পায়া।

উচ্চাবচ ভূমি জুড়ে ভেঙে পড়ে মেঘের সোপান
বিকেলের রোদ রেখে যায় তার পূর্ণ দান।

বেদনা প্রকাশ পায় তীর ধরে নদীটির পাশে
ডাহুক ডাহুকি ডেকে ওঠে সেইখানে পরম বিশ্বাসে।


নিমন্ত্রণ


কবিতা ব্যাঙ ও গোধূলি একাকার করে
সূর্যটা ডুবে গেল।
তখন সব পেয়েছির আসরে নামল
করাঘাত।
কে কে বাড়ি আসেনি তার হিসেব নিকেশ
করতে দেখা গেল
রসগোল্লা কম পড়িয়াছে।
তখন রসগোল্লার খোঁজে ময়রার দোকানে
পৌঁছে গেলাম, 
কিন্তু ময়রা'কে  পাওয়া গেল না।
ময়রা তার শস্রুমাতার আহ্বানে নিমন্ত্রণ 
খাইতে গিয়াছে।

======================

সুশান্ত সেন
৩২, বি , শরৎ বসু রোড
কলিকাতা ৭০০০২০






No comments:

Post a Comment