স্বাধীনতা তোমার জন্য
অভিজিৎ হালদার
স্বাধীনতা আসবে বলে
আমি তোমার জন্য মৃত্যুবরণ করেছি
আমি তোমার জন্য বিষপান করেছি
স্বাধীনতা তুমি কবে এসে দিয়েছিলে দেখা
সে কথা বেশ পুরানো
হে স্বাধীনতা তুমি আবারো একবার আসো
স্বদেশের প্রান্তরে সব মানুষের হৃদপিন্ডের ভিতরে
স্বাধীনতা তুমি আসো দুচোখের দৃষ্টিপাতে।
মানুষ আজ মানুষের কথা ভাবে না
হে স্বাধীনতা তুমি আর একবার আসো
আমি তোমার জন্য রাত জেগে অপেক্ষা করেছি স্বাধীনতা
আর কত রাত অপেক্ষা করে থাকবো !
স্বাধীনতা তুমি জবাব দাও
বলে দাও স্বাধীনতা তুমি কবে আসবে আবার
স্বাধীনতা তোমার জন্য ভালোবাসা পুষে রেখেছি
তুমি এসে দেখা দাও হে অমরত্বের ত্যাগ আদি স্বাধীনতা।
======================
অভিজিৎ হালদার
নদীয়া হাঁসখালি মোবারকপুর
বর্তমানে সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ভূগোল বিভাগের অনার্সের ছাত্র।
No comments:
Post a Comment