কবিতা ।। ভাল ছেলে অঞ্জন ব্যানার্জ্জি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 20, 2023

কবিতা ।। ভাল ছেলে অঞ্জন ব্যানার্জ্জি

ভাল ছেলে

অঞ্জন ব্যানার্জ্জি

 

চলতে চলতে আড়চোখে

উঁকি মেরে জানলার ফাঁকে

চলন্ত স্কুটির লুকিং গ্লাসে

বন্ধুদের আড্ডার জটলার মাঝে

নন্দন চত্বরে জলের ছায়ায়

খোলা জানলার পাশে আয়নায়

শুধু তুমি নও

তাকায় তোমার বন্ধুরাও

আমি ভাল ছেলে পাড়ায়

ছবি ওঠে টিভির পর্দায়।

 - বড় বিজ্ঞানী হওয়া উচিত

বিদেশে পড়তে যাওয়া নিশ্চিত

সোনাতে বাঁধানো ক্যারিয়ার

- বলে আমাদের স্যার,

তুমি শিকারের অভিলাষে

ঘোর স্বর্ণ হরিণের আশেপাশে

 

আমি খুঁজি ভিড়ের মাঝে মানুষের মুখ

তোমার চোখে লোভের কর্কট অসুখ

 

===============================


অঞ্জন ব্যানার্জ্জি
১২৮/৮০/১১ চাঁদার ভিলেজ রোড 
কলকাতা ৭০০০৮২

No comments:

Post a Comment