কবিতা ।। স্বাধীনতা চেয়ে ।। উৎপলেন্দু দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 20, 2023

কবিতা ।। স্বাধীনতা চেয়ে ।। উৎপলেন্দু দাস

স্বাধীনতা চেয়ে

উৎপলেন্দু দাস


চিন্তা স্বাধীন হোক , ব়্যাগিং নয় কোনোভাবেই
নির্ভয়ে প্রকাশিত হোক আলোর উজ্জ্বল বৃত্তে
মিলন হোক নির্বিঘ্ন আনন্দময়, ট্যাগিং ছাড়াই
পতাকা উড়ুক নীল আকাশে সকলকে কাছে টানতে ।

মত প্রকাশের অধিকার হোক স্বাধীন,  গোষ্ঠীগত নয়
মঙ্গলদীপ জ্বলুক ঝড়ের কালো মেঘ উড়িয়ে
সমদর্শন হোক উপলব্ধ অন্তরের গভীরে
চাই না লোক দেখানো উৎসবের প্রগলভতায় ভেসে যেতে ।  

কশাঘাত করি না নিজেকে, আত্ম সমীক্ষা থেকে থাকি দূরে
বিভেদ বাস করে তাই অস্থি মজ্জায় হেসে খেলে, হয়ত তাই
শোণিতে প্রবাহিত হয় ঘৃণার স্রোত যুগ যুগ ধরে, ইতিমধ্যে আমরা যথারীতি ব্যস্ত থাকি অন্যের স্বাধীনতা হরণ করতে ।






No comments:

Post a Comment