কবিতা ।। নোঙ্গর ।। গৌতম সমাজদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 20, 2023

কবিতা ।। নোঙ্গর ।। গৌতম সমাজদার

নোঙ্গর

গৌতম সমাজদার 


চেতনার উল্লাসে
ভীষণ এক আশ্বাসে
শুধু ভেসে যাওয়া
ভাবিনি কখনো
কতদূর যাবে
নোঙ্গর বাঁধবে কিনা?
দেখেছ কি নোঙ্গরে
সভ্যতার শ্যাওলা 
চলো নিয়মমতের শঙ্খধ্বনি
মানিয়ে গুছিয়ে চলতে পারা।
হারাতে হবে গতি
বারে বারে বলেছ ভাসব 
খড়কুটো পেলেও ভাসিয়ে নেব
হয়ত খড়কুটোর মধ্যেই পেয়ে যাব
নতুন করে ভাসার মন্ত্র।
ভাসব একসাথে যতদিন না ভাসান হয়।

===============

Goutam Samajder, 22/86 Raja Manindra Road , Kol-37

No comments:

Post a Comment