Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

কয়েকটি বর্ষার ছড়া ।। বিচিত্র কুমার

কয়েকটি বর্ষার ছড়া ।। বিচিত্র কুমার 


(০১)
মেঘের ভেলা



কালো কালো মেঘের ভেলা নীল আকাশের গাঁয়,
উরু উরু মেঘগুলো কোনসে দূরে যায়।
মেঘের ভেলা দেয়যে দোলা বৃষ্টি নামে ভারি,
দেওয়া ডাকে দেওয়া ডাকে দিচ্ছে দূরে পারি। 

মেঘ গুরগুর মেঘ গুরগুর বৃষ্টি দিনের গান, 
রাখাল ছেলে বাড়ি ফিরে দুরুদুরু টান। 
টাপুর টুপুর ঝম ঝম টিপ টাপ বৃষ্টি, 
এমনি ভাবে ঝরতে থাকে উতলা বর্ষার দৃষ্টি। 

মাঠ ঘাট খাল বিলে জল থৈথৈ করে, 
ছেলে মেয়ে খুশি হয়ে কলার ভেলায় চড়ে।
উরু উরু মেঘগুলো ভেসে ভেসে যায়, 
বিজুলী নাচে বিজুলী নাচে ধানশালিকের গাঁয়।

(০২)
মেঘের রানী বৃষ্টি



নীল আকাশে ডানা মেলে 
একটা মেয়ে ভাসে, 
ঝমঝমিয়ে বৃষ্টি এলো
নেচে নেচে হাসে।

কী অপরূপ দেখতে সে
স্বচ্ছ জলের কোণা,
চুলগুলো তার উরু উরু   
ঝরছে মেঘের কন্যা।

বর্ষাঋতুয় মেঘের রানী
নামে আকাশ ফুঁড়ে, 
টাপুর টুপুর বৃষ্টি পড়ে 
সারাদেশ জুড়ে। 


(০৩)
বর্ষার ফুল 



ফুল ফুটেছে ফুল ফুটেছে 
কত্ত রঙের ফুল, 
মন কেড়েছে মন কেড়েছে 
ঝুমকা কদম দুল।

হরেক ফুল ডানা মেলে 
বর্ষা ফুলের হাসি,
ফুলের রানী প্রজাপতি
উড়ছে রাশি রাশি। 

ঝিরিঝিরি বৃষ্টি জলে
মন কাড়া সুবাস, 
জুঁই কামিনী গোলাপ ফোটে 
মন যে করে উদাস!

(০৪)
ঝিরিঝিরি ওই বৃষ্টি



টিপটিপ বৃষ্টি অঝরে ঝরছে
বৈরী হাওয়া বাহিরে বইছে,
গাল ফুলিয়ে ব্যাঙ ডাকে
মেঘ ডাকে আকাশের বুকে ।  

কদম কেয়া কুটি কুটি হাসে
দূর আকাশে বিজুলী নাচে,
মন টিকে না একলা ঘরে 
দুই এক পাও বাড়ায় নড়ে । 

রাস্তাঘাটে জমেছে কাদা 
ছাগল ছানা উঠানে বাঁধা, 
হাঁসগুলো ওই সাঁতার কাটে
কৃষক ফিরে থেকে মাঠে। 

ওই উড়ে যায় ওই উড়ে যায়
একটু ফিরে আমায় চায়,
হলুদ সাদা মেঘের পরী
রঙতুলিতে কিভাবে ধরি ।

মেঘগুলো ওই ছুটছে 
রঙধনু রঙ সেজেছে, 
ঝিরিঝিরি ওই বৃষ্টি- 
কেড়ে নেই সবার দৃষ্টি । 

==========================
 বিচিত্র কুমার
গ্রামঃ খিহালী পশ্চিম পাড়া
পোস্টঃ আলতাফনগর
থানাঃ দুপচাঁচিয়া
জেলাঃ বগুড়া
দেশঃ বাংলাদেশ


মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত